সম্প্রতি নজরুল মঞ্চের সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘তৃণমূল খুব গরিব পার্টি। বিজেপির মতো বড়লোক পার্টি নয়’। ব্যালেন্স শিট বলছে মমতার মন্তব্য একশো শতাংশ সঠিক। সম্পত্তির বহরে বিজেপির ধারে কাছেও আসে না তৃণমূল।
সর্বভারতীয় সাতটি দলের মধ্যে বিজেপি-র সম্পদের পরিমাণ এখন সর্বাধিক, ১৪৮৩.৩৩ কোটি টাকার। ২০১৬-১৭ আর্থিক বছরের তুলনায় ২০১৭-১৮ আর্থিক বছরে ২২ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে মোদী-অমিত শাহ-র দলের সম্পত্তি বা তার মূল্য।
সেই তুলনায় গত ৬ দশক ধরে দেশে ক্ষমতার তখতে থাকলেও কংগ্রেসের সম্পত্তির পরিমাণ বিজেপির তুলনায় অর্ধেক। মোট ৭২৪.৩৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে কংগ্রেসের। বিজেপি-র সম্পদ যখন ২২ শতাংশ বেড়েছে, তখন কংগ্রেসের সম্পদ কমে গিয়েছে ১৫ শতাংশের বেশি।
অবাক কাণ্ড হল, বিজেপি-কংগ্রেসের পরই মোট সম্পদের নিরিখে তিন নম্বরে রয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি। মায়াবতীর দলের সম্পত্তি ৬৮০ কোটি টাকা থেকে বেড়ে ২০১৭-১৮ সালে ৭১৬ কোটি টাকা হয়েছে।
এর পরই চতুর্থ স্থানে রয়েছে সিপিএম। হিসাব বলছে, ২০১৬-১৭ বছরের তুলনায় সিপিএমের সম্পত্তির পরিমাণ সে বছর ৪৬৩.৭৬ কোটি থাকা বেড়ে হয় ৪৮২ কোটি টাকা।
তুলনায় অনেক দূরের গ্রহ তৃণমূল। অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিসার্চের (এডিআর) দেওয়া হিসাব অনুযায়ী মাত্র ২৯ কোটি টাকার সম্পত্তি রয়েছে তৃণমূলের। ২০১৬-১৭ আর্থিক বছরের তুলনায় তার পরের বছর ৩ কোটি টাকারও কম সম্পত্তি বেড়েছে।