এই প্রথম কোনও হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে তদন্ত চালাবে সিবিআই। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি এসএল শুক্লার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে সিবিআই তদন্তের অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। ভারতের ইতিহাসে এই প্রথম এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটল। এই ঘটনা নিয়ে এখন জোর শোরগোল পড়ে গিয়েছে।
বিষয়টি ঠিক কী? আদালত সূত্রে খবর, ২০১৭ সালে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শুক্লার বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্র একটি প্যানেল তৈরি করেন। বিচারপতিদের ওই প্যানেল শুক্লার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা খুঁজে পান। তাঁর বিরুদ্ধে অভিযোগ, দেশের শীর্ষ আদালতের নির্দেশ অবজ্ঞা করে ওই কলেজের ভর্তির দিন আরও বাড়িয়ে দেওয়ার অনুমতি দিয়েছিলেন তিনি। সেই বিষয়েই হবে সিবিআই তদন্ত। ওই প্যানেলের রিপোর্ট দীপক মিশ্রর কাছে জমা পড়ার পর তিনি শুক্লাকে জরুরি ভিত্তিতে অবসর নিতে বলেন। কিন্তু সেই নির্দেশ মানেননি শুক্লা। তারপরেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করার ব্যাপারে তৎপর হয় সিবিআই। সেই আবেদন নিয়েই প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের কাছে আবেদন করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আবেদনের ভিত্তিতেই সিবিআইয়ের তদন্তের কাজ শুরু করার অনুমতি দিয়েছেন গগৈ। বিচারপতি শুক্লাকে ইমপিচ করতে সংসদে মোশন আনতে গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে অনুরোধ করেন গগৈ।