এবার মিঠুন চক্রবর্তীর পথে হেঁটেই সারদা গোষ্ঠীর কাছ থেকে নেওয়া যাবতীয় টাকা এবার কড়ায় গণ্ডায় ফিরিয়ে দিতে চান অভিনেত্রী তথা বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে চিঠি দিয়ে টাকা ফেরত দেওয়ার বিষয়ে ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। দিন কয়েক আগেই শতাব্দী ওই চিঠি পাঠিয়েছেন বলে খবর ইডি সূত্রে।
প্রসঙ্গত, সারদা গোষ্ঠীর একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শতাব্দী। তাই তাঁর সঙ্গে সুদীপ্ত সেনের কোম্পানির কত টাকার চুক্তি হয়েছিল, তা জানতে সম্প্রতি তাঁকে ডেকে পাঠানো হয় ইডির তরফে। কিন্তু সংসদ চলায় তিনি আসতে পারছেন না বলে ইডিকে চিঠি দিয়ে জানান শতাব্দী। ইডি সূত্রে খবর, সেই চিঠিতেই তিনি সবিস্তারে জানান, সারদার কাছ থেকে তিনি ২৯ লক্ষ টাকা নিয়েছিলেন। উল্লেখ করেন, ওই টাকা তিনি ফেরত দিতে ইচ্ছুক।
উল্লেখ্য, এর আগে ইডি ডেকে পাঠানোর পর অভিনেতা তথা রাজ্যসভার তৎকালীন সাংসদ মিঠুন চক্রবর্তী সারদার টাকা ফেরত দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। মিঠুনের ওই ইচ্ছা প্রকাশের পরই ইডি আধিকারিকরা তাঁর সঙ্গে কথা বলেন। কীভাবে টাকা দেওয়া হবে, তা নিয়ে দুপক্ষই আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে। এরপর সমস্ত নিয়ম মেনেই মিঠুন চক্রবর্তী আইনজীবীর মাধ্যমে ইডি দফতরে ১ কোটি ১৯ লক্ষ টাকার বেশি একটি ড্রাফট পৌঁছে দেন। শতাব্দীও এবার মিঠুনের পথেই হাঁটলেন।