সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা নিয়ে শহরের মানুষের সচেতনতা বাড়াতে সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই বিষয়ে সবসময়ে উদ্যোগী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক সপ্তাহ আগেই ‘জল বাঁচাও’ স্লোগান নিয়ে শহরে পদযাত্রা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার ‘সবুজ বাঁচাও’-এর আবেদন নিয়ে ফের পথে নামছেন তিনি। আগামী পয়লা অগস্ট, বৃহস্পতিবার ওই পদযাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মেলাবেন মন্ত্রী, সাংসদ, বিধায়ক, কাউন্সিলর-সহ রাজ্য সরকার ও কলকাতা পুর প্রশাসনের একাধিক পদস্থ আধিকারিক।
আগামী বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ বিড়লা তারামণ্ডলের সামনে থেকে শুরু হবে ওই পদযাত্রা। ‘গাছ বাঁচান’ এবং ‘পরিচ্ছন্ন থাকুন’ বার্তা-সহ ফেট্টি (স্যাশ) গায়ে দিয়ে ওই মিছিলের সামনে হাঁটবেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রের খবর, শুধু শাসক দলের নেতা-মন্ত্রীরাই নন, সমাজের সব শ্রেণির মানুষজনই ওই পদযাত্রায় অংশ নিতে চান বলে ইচ্ছে প্রকাশ করেছেন। পুলিশ সূত্রের জানা গিয়েছে, বিড়লা তারামণ্ডলের সামনে থেকে শুরু হয়ে ওই পদযাত্রা আশুতোষ মুখার্জি রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এবং সাদার্ন অ্যাভিনিউ হয়ে নজরুল মঞ্চে গিয়ে শেষ হবে। সেখানেই হবে মূল অনুষ্ঠান।
পরিবেশ সচেতনতা বোধ বৃদ্ধি করতে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে আছে পেট্রোল ও ডিজেলচালিত গাড়ির ব্যবহার যথাসম্ভব কমিয়ে বিদ্যুৎচালিত গাড়ির ব্যবহার, শহর জুড়ে আরও বেশি সংখ্যায় বৃক্ষরোপণ, জলাভূমি সংরক্ষণ ইত্যাদি। রাস্তায় সোডিয়াম ভেপার, মেটাল হ্যালাইড জাতীয় আলো তুলে দিয়ে তার বদলে এলইডি আলোর ব্যবহার বাড়ানোর কাজ চলছে। এ সবের পাশাপাশি গাছ বাঁচানোর আবেদনও এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে মনে করছেন সরকারি আধিকারিকেরা।