উন্নাও দুর্ঘটনা নিয়ে চাপান-উতোর চলছে গতকাল থেকে। এইবার এই দুর্ঘটনায় আহত ধর্ষিতা মেয়ের বয়ানের ও তাঁর কাকার অভিযোগের ভিত্তিতে ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করল উত্তরপ্রদেশ পুলিশ। শুধু ধর্ষণ নয়, সঙ্গে খুনের চেষ্টার অভিযোগও আনা হয়েছে এই বিজেপি নেতার বিরুদ্ধে। যার ফলে অস্বস্তি বেড়েছে যোগী রাজ্যের গেরুয়া শিবিরে।
গত বছর দেশজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল উন্নাও গণধর্ষণ কাণ্ড। ১৬ বছরের এক কিশোরী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে প্রতিবাদে সামিল হয়েছিলেন। নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, ২০১৭ সালে চাকরির জন্য বিজেপি বিধায়ক কুলদ্বীপ সেঙ্গারের বাড়িতে গেলে সেখানে তাঁকে ধর্ষণ করা হয়। অভিযোগ, মেয়েটির বাবাকে পুলিশ আটক করার পর কুলদ্বীপ সেঙ্গারের বেধড়ক মারে তাঁর মৃত্যু হয়। কিছুদিন পর কুলদ্বীপ ও তাঁর ভাইকে গ্রেফতার করা হয়। এখনও জেলে আছেন বিজেপি বিধায়ক। রবিবারের ঘটনার পর ধর্ষিতার কাকার অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে নয়া এফআইআর দায়ের হল। তিনি ছাড়াও এফআইআরে নাম রয়েছে তাঁর ভাই মনোজ ও আরও আটজনের বিরুদ্ধে।
প্রসঙ্গত, রবিবার রায়বরেলি যাওয়ার পথে উন্নাওয়ের ধর্ষিতার গাড়িতে ধাক্কা মারে একটি গাড়ি। গুরুতর জখম হয়ে হাসপতালে ভর্তি হন নির্যাতিতা ও তাঁর মা। মৃত্যু হয় তাঁর দুই কাকিমার। কংগ্রেস, সামজবাদী পার্টি-সহ বিভিন্ন পক্ষ এই ঘটনাকে ষড়যন্ত্র বলে আখ্যা দেওয়ায় প্রবল চাপ তৈরি হয় উত্তরপ্রদেশ পুলিশের উপর। নির্যাতিতার আহত মা-ও অভিযোগ করেন, তাঁর পরিবারকে শেষ করে দিতেই এই ষড়যন্ত্র করা হয়েছে। চাপের মুখে অভিযুক্ত বিজেপি বিধায়কের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে পুলিশ। সারা দেশজুড়েই তোলপাড় শুরু হয়ে গেছে। বিজেপি বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছেন দেশের নানা মহল।