সকাল থেকেই বিজেপি নেতা মুকুল রায়কে নিয়ে চলছে চাপান-উতোর। দুপুর গড়াতেই বিজেপির এই বর্ষীয়ান নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যাঙ্কশাল কোর্ট। তাঁর বিরুদ্ধে প্রতারণা ও আর্থিক দুর্নীতি মামলায় একাধিক বার নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ আদালতের৷ সোমবারও তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল৷ কিন্তু হাজিরা বারবারই এড়িয়েছেন মুকুল রায় বলে অভিযোগ৷ তারপরই এই পরোয়ানা জারি করে কোর্ট।
ব্যাঙ্কশাল আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়৷ কলকাতা পুলিশের অসহযোগিতার অভিযোগেই বিজেপি নেতা মুকুল রায়কে বড়বাজার থানার ওসিকে এই গ্রেফতারি পরোয়ানা লাগু করতে নির্দেশ দেওয়া হয়েছে৷
পুলিশ সূত্রে খবর প্রতারণা ও দুনীতি দমন আইনের একটি মামলায় নোটিশ পাঠানো হয় এই বিজেপি নেতাকে৷ ঘটনায় যুক্তদের জিজ্ঞাসাবাদ করে মুকুল রায়ের নাম উঠে আসে৷ তারপরেই তাঁকে জেরা করার সিদ্ধান্ত নেন তদন্তকারী আধিকারিকরা৷ ভারতীয় দণ্ডবিধির ১৬০ ধারায় নোটিশ আনা হয় মুকুল রায়ের বিরুদ্ধে৷