একের পর এক গণপ্রহারের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। যার ফলে উদ্বিগ্ন হয়ে দেশের বিভিন্ন রাজ্যের প্রায় ৪৯ জন বিশিষ্ট ব্যক্তি প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান। এবার গণপ্রহারে মৃত্যু হল অবসরপ্রাপ্ত সেনা অফিসারেরই। শনিবার রাতে উত্তর প্রদেশের অমেঠি জেলার কমরৌলি থানা এলাকার গোড়িয়া কা পূর্বা গ্রামে ঘটনাটি ঘটলেও রবিবার পুলিসে অভিযোগ দায়ের হয়। মৃত্যু হয়েছে ৬৪ বছরের অবসরপ্তাপ্ত সেনা ক্যাপ্টেন আমানুল্লাহ্-র।
আমানুল্লাহ্-র স্ত্রীর বয়ান অনুযায়ী, তাঁদের বাড়ির পাশের দোকানে লুঠপাট চালাচ্ছিল একদল দুষ্কৃতী। আমানুল্লাহ্ বাধা দিলে এবং পুলিস ডাকার কথা বললে, দুষ্কৃতীরা সোজা তাঁদের বাড়িতেই ঢুকে পড়ে আমানুল্লাহ্কে হাত-পা বেঁধে মাথায় লাঠির বাড়ি মারে, শ্বাসরোধ করার চেষ্টা করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অবসরপ্রাপ্ত ক্যাপ্টেনের। এরপরই পালায় আততায়ীরা। খবর পেয়ে পরে পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
জেলা এসপি রাজেশ কুমার রবিবার বিকেলে সাংবাদিক সম্মেলনে জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতদের দ্রুত সন্ধান করে উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি। জেলা এএসপি দয়ারাম জানিয়েছেন, “আমানুল্লাহ্-র ছেলের বয়ান অনুযায়ী, শনিবার রাতে তাঁরা কেউ ছিলেন না। তাঁর মা-বাবাই শুধু বাড়িতে ছিলেন। হঠাৎ একদল লোক জোর করে বাড়িতে ঢুকে লাঠি, রড দিয়ে তাঁর বাবাকে বেধড়ক পেটায়। মাথাতেও আঘাত করে লাঠি দিয়ে।” এই ঘটনার প্রতিবাদে টুইটারে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা যোগী আদিত্যনাথের সরকারকে তুলোধনা করেছেন।