সদ্যই মুক্তি পেয়েছে ‘ম্যান ভার্সেস ওয়াইল্ডের’ একটি টিজার। ডিসকভারি চ্যানেলের এই জনপ্রিয় শো-এর এই টিজারে মুখ দেখা গেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর এই টিজার সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। প্রসঙ্গত, ফেব্রুয়ারী মাসে যে মূহুর্তে পুলওয়ামায় জঙ্গি হামলা হয়েছিল ঠিক ওই সময়ে শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তত এমনই অভিযোগ করে সরব হয়েছিল কংগ্রেস।
কংগ্রেসের এক মুখপাত্র ট্যুইট করে বলেছেন, ‘পুলওয়ামায় যখন ৪৪ জন জওয়ান শহিদ হচ্ছিলেন, তখন প্রধানমন্ত্রী হাসিমুখে শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন। তিনি এতটাই মজাতে ছিলেন যে হামলার খবর শোনার পরও শ্যুটিং বন্ধ করেননি। ট্রেলারেই দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী কতটা দায়িত্বজ্ঞানহীনের মতো হাসছেন।’
শুধু কংগ্রেস নয়। এই বিষয়ে প্রধানমন্ত্রীকে কোণঠাসা করেছেন মেহবুবা মুফতি। তিনি লিখেছেন, ‘জনসংযোগের এক অভিনব নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী। জনসংযোগের ক্ষেত্রে তিনি একজন পথিকৃৎ বটে। এই প্রজন্মের সকলের কাছে পৌঁছতে পারেন তিনি।’ এইভাবেই ব্যঙ্গাত্মক মন্তব্য করেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।