মাস কয়েক আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমার কাছে পেনড্রাইভ আছে৷ যা প্রকাশ্যে এলে বিজেপির অনেক নেতা মন্ত্রীর কুকীর্তি বেরিয়ে আসবে৷ যদিও এখন পর্যন্ত মমতা তা প্রকাশ্যে আনেননি৷ কিন্তু তার আগেই অন্যভাবে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়ে মুখ পুড়ল গেরুয়া শিবিরের৷ সামনে এল হিমাচল প্রদেশের কুলুর এক বিজেপি নেতার কুকীর্তি৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দেখা গেছে দলীয় এক মহিলা কর্মী রিনা ঠাকুরের সঙ্গে উদ্দাম যৌনতায় মত্ত বিজেপি যুব মোর্চার নেতা উপেন পন্ডিত। ভিডিওটি দেখে মনে হচ্ছে এটি উভয়ের সম্মতিতে তৈরি করা হয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় ওই অন্তরঙ্গ ভিডিওটি প্রকাশ্যে এনেছেন ওই বিজেপি নেতার স্ত্রী৷
সূত্রের খবর, বিজেপি যুব মোর্চার নেতা উপেন তাঁর বান্ধবী রিনাকে নিয়ে একটি ভিডিও রেকডিং করেন৷ ঘটনা চক্রে রিনা তাঁদের ঘনিষ্ঠ মূহুর্তের ভিডিওটি বন্ধুকে মোবাইলে পাঠায়৷ সেই ভিডিওটি পরে উপেনের স্ত্রী দেখে ফেলেন৷ এবং ক্ষুব্ধ হিয়ে তিনি তাঁর স্বামীকে শাস্তি দিতে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল করে দেন৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই বেজায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। মুখরক্ষা করতে তড়িঘড়ি ওই নেতাকে সাসপেন্ড করেছে তারা। কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। দেশ জুড়ে এখন ব্যাপক সমালোচনার মুখে বিজেপি।