দেশে আচ্ছে দিন আনার স্বপ্ন আনবেন এমন প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছিলেন মোদী। কিন্তু গত পাঁচ বছরে আচ্ছে দিন তো আসেইনি বরং আরও খারাপ হয়েছে মানুষের হাল। তবুও দ্বিতীয় বারের জন্যে ক্ষমতায় এসেছেন মোদী। আর শুরু থেকেই এমন সিদ্ধান্ত নিয়ে চলেছেন যাতে মানুষের দুর্দশা আরও বাড়ে। এবার কোপ পড়ল গাড়ির মালিকদের ওপর। এক ধাক্কায় অনেকটা বাড়তে চলেছে রেজিস্ট্রেশন চার্জ।
গাড়ি মালিকদের জন্যে খারাপ খবর। এক ধাক্কায় বাড়তে চলেছে গাড়ি ব্যবহারের খরচ। সমস্ত ধরনের নতুন গাড়ির রেজিস্ট্রেশন চার্জ বাড়ানোর প্রস্তাব দিয়েছে কেন্দ্র। আবার নতুন করে এই প্রস্তাব দেওয়া হয়েছে মোদী সরকারের তরফে। কেন্দ্রের প্রস্তাব বাস্তবায়িত হলে দু’চাকার মালিকদের নতুন মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে ১,০০০ টাকা খরচ করতে হবে। এখন এর জন্য মাত্র ৫০ টাকা খরচ করতে হয়। যা এক ধাক্কায় অনেকটাই বেশি।
আমদানি করা মোটরসাইকেলের ক্ষেত্রে ওই রেজিস্ট্রেশন ফি হবে ২০,০০০ টাকা। ভারি পণ্যবাহী গাড়ির রেজিস্ট্রেশন ফি বর্তমানে ১,৫০০ টাকা থেকে এক ধাক্কায় বাড়িয়ে ২০ হাজার টাকা করার কথা বলা হয়েছে পরিবহণ মন্ত্রকের ওই খসড়া প্রস্তাবে। হাল্কা গাড়ির ক্ষেত্রে বর্তমান ১,০০০ টাকার পরিবর্তে ১০ হাজার টাকা রেজিস্ট্রেশন চার্জ লাগবে। অন্যদিকে, তিন চাকার গাড়ির মালিকদের নতুন গাড়ি রেজিস্ট্রেশন করাতে ৫,০০০ টাকা দিতে হবে। যা কিনা এক ধাক্কায় অনেকটাই।
আর এই প্রস্তাব মোদী সরকার সিদ্ধান্ত হিসাবে জানালে গাড়ি মালিকদের খরচ অনেকটাই বেড়ে যাবে। শুধু তাই ঘুরিয়ে অন্যান্য জিনিসপত্রের দাম বাড়বে। যার প্রভাব সাধারণ মানুষের উপরেই এসে পড়বে বলেই মনে করছে ওয়াকিবহালমহল।