কাটমানি ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন বাম মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। সোমবার তিনি প্রকাশ্যে বলেন, ‘তৃণমূল নয়, কাটমানির জন্ম বাম আমলেই। সেই সময়েই পঞ্চায়েত স্তরে বাসা বেঁধেছিল কাটমানি রোগ। আর এই দুর্নীতি রুখতে ব্যর্থ হয়েছিল দল’। কাটমানি নিয়ে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের পর কান্তির এহেন বিতর্কিত মন্তব্যে স্বাভাবিকভাবে অস্বস্তিতে বাম শিবির।
এদিন কান্তি গঙ্গোপাধ্যায় অভিযোগ করে বলেন, দলকে তিনি একথা একাধিকবার জানিয়েছিলেন, কিন্তু লাভ হয়নি। নেতাদের দূরদর্শিতার অভাব বারবার ধরা পড়েছে বলেও তির ছোড়েন তিনি। ২০০৮ সালের পর থেকে পঞ্চায়েত স্তরে বেশিরভাগ নেতাই এই দোষে দুষ্ট বলে অভিযোগ করেন তিনি। তিন মাস আগেই আলিমুদ্দিনে চিঠি লিখে আর রাজ্যকমিটির আমন্ত্রিত সদস্য থাকতে চান না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। নিজের বই ‘আত্মকহন আত্মদহন’-এও লিখেছেন বেশ কিছু কথা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাঁর এহেন মন্তব্য স্বাভাবিকভাবেই সিপিএমকে নাড়িয়ে দিয়েছে।
২০১১ সালে রায়দিঘি থেকে কান্তি গঙ্গোপাধ্যায়ের হারের পর তাঁর জনসেবী ভাবমূর্তি নিয়ে প্রচারে নেমেছিল সিপিএম। পরাজয়ের পরেও আপদে – বিপদে কী ভাবে তিনি সর্বক্ষণ সাধারণ মানুষের পাশে রয়েছেন তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরতেন বাম কর্মী-সমর্থকরা। সেই কান্তি গঙ্গোপাধ্যায়ের কথাতেই এখন চরম অস্বস্তিতে দল। যা শুনে অনেকে বলছেন, ‘চোখের মণিই এখন চক্ষুশূল’।