লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক পালাবদল চলছে। হিড়িক উঠেছে গেরুয়া শিবিরে যোগদানের। তবে কিছুদিনের মধ্যেই নিজেদের ভুল বুঝতে পারছেন সকলে। বুঝতে পারছেন মানুষের জন্যে কাজ করার একমাত্র জায়গা তৃণমূলই। তাই গেরুয়া শিবির ত্যাগ করছেন সকলে। এবার ফের বিজেপির সংগঠন এবিভিপিকে জোর ধাক্কা দিল তৃণমূল।
এবিভিপি ছেড়ে ফের টিএমসিপিতে ফিরলেন ১৫ জন কলেজ পড়ুয়া। মাসখানেক আগে ডেবরা কলেজের ছাত্র কৌশিক মণ্ডলের নেতৃত্বে বেশ কয়েকজন তৃণমূল ছাত্র পরিষদ কর্মী দল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপি–র ছাত্র সংগঠন এবিভিপিতে। কলেজে নতুন গড়ে ওঠা ইউনিটে যোগ দেন তাঁরা। সময় যেতে না যেতেই ফের দলবদল। এবার বিজেপির ছাত্র সংগঠন ছেড়ে সবাই ফিরলেন তৃণমূলে। অর্থাৎ শাসকদলের ছাত্র সংগঠনে।
তৃণমূল ছাত্র পরিষদে ফিরে আসা কর্মীদের নিয়ে উচ্ছ্বসিত নেতারা। তাঁদের দাবি, ভয় দেখিয়ে তাদের নিজেদের দলে টেনেছিল এবিভিপি। কিন্তু ভয় দেখিয়ে যে দলে কাউকে আটকে রাখা যায় তা না তা ফের একবার প্রমাণিত হল বলে দাবি তৃণমূল ছাত্র পরিষদের। শুধু তাই নয়, তাঁদের দাবি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এখানে সবাই ভালোবেসেই দল করে।
\