সারা দেশে অসহিষ্ণুতা বৃদ্ধিতে উদ্বিগ্ন বুদ্ধিজীবীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি লিখেছেন, তার পক্ষে সওয়াল করলেন বাংলার মন্ত্রী তথা প্রবীণ রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়। রবিবার
সুব্রত বলেছেন, “দেশের ৪৯ জন বুদ্ধিজীবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে সঠিক কাজই করেছেন। মোদি ক্রমাগত জনবিরোধী নীতি নিচ্ছেন। তার বিরুদ্ধে প্রতিবাদ তো করতেই হবে। যাঁরা এঁদের দেশদ্রোহী বলছেন, তাঁরা আরও বড় দেশদ্রোহী। যাঁরা চিঠি দিয়েছেন তাঁদের সম্পূর্ণ সমর্থন করছি”।
প্রসঙ্গত, অপর্ণা সেন–সহ দেশের ৪৯ জন বুদ্ধিজীবী মোদীকে যে চিঠি লিখেছেন, সেটি তাঁরা প্রকাশও করেছেন। তার পর থেকেই তাঁদের বিরোধিতার মুখে পড়তে হচ্ছে। বস্তুত, শনিবার বিহারের মজফফরপুরে তাঁদের নামে একটি মামলাও করা হয়েছে। যে মামলায় তাঁদের ‘দেশদ্রোহিতা’র অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ওই মামলায় ধর্মীয় ভাবাবেগে আঘাত করার মতো ধারা আছে।
আগামী ৩ আগস্ট মামলাটির শুনানি হতে পারে। সুব্রতর মন্তব্য সেই ঘটনার প্রেক্ষিতেও হতে পারে বলে অনেকে মনে করছেন। প্রসঙ্গত, অপর্ণাদের চিঠির পাল্টা একটি চিঠিও লেখা হয়েছে। সেটি লিখেছেন কঙ্গনা রানাওয়াত, মধুর ভান্ডারকরের মতো বুদ্ধিজীবীরা। সেই চিঠিতে আবার ৬১ জনের সই আছে। যাঁরা সাধারণভাবে মোদী শিবিরের অংশ বলেই পরিচিত।