সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর শোনা গিয়েছিল, কোহলিরা দেশে ফেরার পর কোচ, ক্যাপ্টেন এবং জাতীয় নির্বাচক কমিটির প্রধানকে নিয়ে রিভিউ মিটিং করবে প্রশাসক কমিটি। কিন্তু শুক্রবার সিওএ’র প্রধান বিনোদ রাই বলেন, ‘রিভিউ মিটিং করার মতো সময় কোথায়? আমরা সাপোর্ট স্টাফ, ম্যানেজার্স রিপোর্ট এখনও হাতে পাইনি। সেগুলো না পেলে কীভাবে আমরা রিভিউ মিটিং করতে পারি। তাই বিশকাপে ভারতের ব্যর্থতার রিভিউ মিটিং করবে না সিওএ।
শুক্রবার প্রশাসক কমিটির বৈঠক শেষে বিনোদ রাই, ডায়না এডুলজি, রবি থোড়গে দেখা করতে যান অ্যামিকাস ক্যুরি পি এস নরসিমার সঙ্গে। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ’১৪ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব রাজ্য ক্রিকেট সংস্থায় নির্বাচন করানোর কথা। কিন্তু সিওএ এই ব্যাপারে কিছু জানাচ্ছে না। সঠিক সময়ে নির্বাচন করাতে না পারলে সিওএ’র বিরুদ্ধেও স্বার্থের সংঘাতের অভিযোগ উঠবে।’ এদিকে, বোর্ডের এথিক্স অফিসার ডি কে জৈন জানিয়েছিলেন, সৌরভ গাঙ্গুলি এবং ভি ভি এস লক্ষ্মণকে যে কোনও একটা পদ বেছে নিতে হবে। তবে প্রশাসক কমিটি এই বিষয়টি এড়িয়ে গিয়েছে। কিন্তু যতই সিওএ বলুক রিভিউ মিটিং হবে না, প্রশ্ন থেকেই যাচ্ছে। ৯ জুলাই ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, ১৪ জুলাই বিশ্বকাপ শেষ হয়েছে। ভারতীয় ক্রিকেটাররা দেশে ফিরে এসেছেন এক সপ্তাহের মধ্যে। তাহলে কেন রিপোর্ট জমা পড়ল না। বা সিওএ রিপোর্ট চাইল না? উত্তর যদিও জানা নেই।