বৃহস্পতিবার হঠাৎই ইস্টবেঙ্গল মাঠের সংস্কারের কাজ বন্ধ করে দিয়েছিল সেনাবাহিনী। যার পর বেশ চাপেই পড়েছিলেন কর্তারা। এর পিছনে অবশ্য অন্য কারণ হিসেবে ময়দানে বলা হচ্ছিল, সেনা আয়োজিত ডুরান্ড কাপে লাল হলুদের জুনিয়র টিম খেলানো। আগের দিনই ইস্টবেঙ্গল কর্তারা এ নিয়ে কথা বলেন কোয়েসের সঙ্গে। সমস্যা মিটে যায় তখনই। জুনিয়র বা ডেভেলপমেন্ট টিম নয়, সিনিয়র টিমই খেলাবেন স্প্যানিশ কোচ আলেহান্দ্রো মেনেন্দেস। এই খবর শোনার পর অবশ্য সেনাবাহিনীর তরফে আর কোনও সমস্যা তৈরি করা হয়নি।
লাল হলুদ তাঁবু সংস্কারের কাজটি ৩০ ঘণ্টা বন্ধ ছিল। আগামী শুক্রবার ও শনিবার রাত পর্যন্ত কাজ করে ক্লাব লন সাজিয়ে তোলার কাজটি শেষ করা হবে। কারণ রবিবার শতবার্ষিকী শোভাযাত্রার পর রবিবার ক্লাব লনেই হবে মূল অনুষ্ঠান। কুমারটুলি পার্কে জ্বালানো মশালটি আগামী ১৩ আগস্ট পর্যন্ত রাখা থাকবে ক্লাব লনেই।
এদিকে, বিবিধ কারণে ক্লাবের সাবেক কর্তাদের সঙ্গে দূরত্ব বাড়ছিল ইনভেস্টারদের। কিন্তু শতবর্ষ উদযাপনের আগে হঠাৎ দুই পক্ষের সৌহার্দ্যর সম্পর্ক দেখা যাচ্ছে। ক্লাবের শতবর্ষে প্রথম দিন প্র্যাকটিস ইস্ট বেঙ্গল মাঠে হয়নি। রোজই প্র্যাকটিস হচ্ছে সল্টলেক স্টেডিয়ামে। শনিবার বিকেলে অবশ্য ইস্ট বেঙ্গল তাঁবুতেই হচ্ছে নতুন ডিজাইনের জার্সির উদ্বোধন। এই জার্সি পরেই খেলতে দেখা যাবে ফুটবলারদের। গত মরশুমে কোয়েস জার্সির ডিজাইন করার আগে নিয়েছিল সমর্থকদের পরামর্শ। এবার তাঁরা নিজেরাই করেছে জার্সির ডিজাইন। তবে ১ আগস্ট কোয়েস কর্ণধার অজিত আইজ্যাক আসবেন কিনা তা এখনও স্পষ্ট নন। আইজ্যাকের সঙ্গে ক্লাবের তরফে যোগাযোগ রাখছেন ইস্ট বেঙ্গল সভাপতি। তবে রবিবারের শোভাযাত্রায় ক্লাব সভাপতি থাকছেন না দেশের বাইরে যাওয়ায়।
এরই মধ্যে আবার আলেহান্দ্রো ডুরান্ড ও কলকাতা লিগের দিকে তাকিয়ে টিম যত দ্রুত সম্ভব গুছিয়ে নিতে চাইছেন। স্প্যানিশ কোচের চোখ অবশ্য আই লিগে। গত বার আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার দোড়গোড়ায় পৌঁছেও শেষ পর্যন্ত রানার্স হয়। এ বার আর তা চাইছেন না। যে কারণে আই লিগের প্রস্তুতি হিসেবে এই দুটো টুর্নামেন্টকে নিতে চাইছেন আলেহান্দ্রো। যতই সিনিয়র টিমের কথা বলুক, এই দুটো টুর্নামেন্টে টিমের জুনিয়রদেরই বেশি খেলানোর পক্ষপাতী তিনি। তবে সূচি নিয়ে এখনও ক্ষোভ রয়েছে কোচের। তিন দিনে দুটি ম্যাচ খেলতে গেলে এমনিতেই দুটি টিম আলাদা করতে হবে। তার সঙ্গে চোট আঘাত লাগার সম্ভাবনাও বাড়বে। যা নিয়ে চিন্তায় রয়েছেন কোচ।