‘টিম ইন্ডিয়া’র নতুন কোচ বাছার দায়িত্ব কপিল দেবদের নিয়ে গড়া ক্রিকেট উপদেষ্টা কমিটিকে দিল সিওএ। শুক্রবার এই খবর জানিয়েছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক কমিটির চেয়ারম্যান বিনোদ রাই। বিশ্বকাপের পরেই বিরাট কোহলিদের কোচ চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল সিওএ। ভারতীয় দলের বর্তমান কোচিং স্টাফরাও নিজ নিজ পদে পুনরায় আবেদন করতে পারবেন। বোর্ড সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দলের অধিকাংশ ক্রিকেটারই কোচ রবি শাস্ত্রীর কাজে খুশি। সেই কারণেই তিনি প্রথম পছন্দ। বোলিং কোচ ভরত অরুণও পুনরায় আবেদন করতে পারবেন। তবে সহকারি কোচ সঞ্জয় বাঙ্গারের চাকরি বাঁচিয়ে রাখা কঠিন হতে পারে বলে শোনা যাচ্ছে। কোচ নিয়োগের ক্ষেত্রে এবার মানা হবে না কোহলির মতামত।
বিশ্বস্ত সূত্রের খবর, বাঙ্গারের পদের জন্য ভারতীয়দের মধ্যে এগিয়ে থাকতে পারেন আর এক প্রাক্তন ক্রিকেটার বিক্রম রাঠোর। এমনিতে ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক মঞ্চে খুব বড় নাম নন রাঠোর। খেলেছেন মাত্র ছ’টি টেস্ট এবং সাতটি ওয়ান ডে। টেস্টে সর্বোচ্চ ৪৪, ওয়ান ডে-তে ৫৪। কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে খুবই সফল। ১৪৬ ম্যাচে ১১৪৭৩ রান করেছেন প্রায় পঞ্চাশের কাছাকাছি ব্যাটিং গড় রেখে। ৩৩টা সেঞ্চুরি রয়েছে। সর্বোচ্চ ২৫৪। ঘরোয়া ক্রিকেটে বহু ম্যাচ তিনি একার ব্যাটে জিতিয়েছেন পঞ্জাব এবং হিমাচলকে। কোচ হিসেবেও অভিজ্ঞতা রয়েছে। হিমাচল প্রদেশের কোচিং করিয়েছেন, ভারতীয় ‘এ’ দলের ব্যাটিং কোচের পদেও থেকেছেন।
আবার রাঠোরকে ঘিরে বিতর্কও হয়েছে। স্বার্থ-সংঘাতের অভিযোগ উঠেছে, কারণ অনূর্ধ্ব-১৯ স্তরে জাতীয় নির্বাচক আশিস কপূরের আত্মীয় তিনি। প্রাক্তন বোর্ড প্রধান অনুরাগ ঠাকুরেরও আত্মীয়। যা আরও বেশি করে বিতর্কের আগুন উস্কে দিয়েছে। তবে সব জেনেশুনেও প্রভাবশালী মহলে কেউ কেউ বলছেন, ‘‘ভারতীয় কোচিংয়ের সিস্টেম থেকে উঠে এসেছে রাঠর। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কোচিং পরীক্ষা দিয়ে পাশ করেছে। দেশের অনূর্ধ্ব দলগুলিকে কোচিং করিয়েছে। আমরা কেন নিজেদের সিস্টেম থেকে উঠে আসা কাউকে সুযোগ দেব না?’
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের ফলের দিকে অনেকে তাকিয়ে থাকবেন। হেড কোচ শাস্ত্রী, বোলিং কোচ অরুণ, ব্যাটিং কোচ বাঙ্গার, ফিল্ডিং কোচ শ্রীধর প্রত্যেকেই ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত বর্ধিত চুক্তি পেয়েছেন। ক্যারিবিয়ান সফরের পরেই নতুন কোচিং দল বেছে নেওয়া হবে। বিচারকদের আসনেও পরিবর্তন হয়েছে। আগের মতো সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভিভিএস লক্ষ্মণের তিন সদস্যের ক্রিকেট উপদেষ্টা কমিটি আর কোচ বা সহকারীদের বাছবে না। ভারতীয় মহিলা দলের কোচ বেছে নেওয়ার সময় তিন সদস্যের অস্থায়ী কমিটিকে বিচারকের ভার দিয়েছিল সিওএ। কপিল দেব, অংশুমান গায়কোয়াড় এবং প্রাক্তন মহিলা ক্রিকেটার শান্তা রঙ্গস্বামী ছিলেন সেই কমিটিতে। এ দিন সিওএ জানিয়ে দিল, এই তিন জনের কমিটিই কোহালিদের নতুন কোচ নির্বাচন করবে।
ভারতীয় দলের কোচ নির্বাচনে ক্যাপ্টেন বিরাট কোহলির বক্তব্য কি শোনা হবে? এই প্রসঙ্গে বিনোদ রাই বলেন, ‘না, কোহলির কোনও মতামত নেওয়া হবে না।’ উল্লেখ্য, অনিল কুম্বলেকে ভারতীয় দলের কোচের পদ থেকে এক প্রকার সরতে বাধ্য করেছিলেন বিরাট কোহলি। এবং রবি শাস্ত্রীর ভারতীয় দলের কোচ হওয়ার পিছনেও কোহলির মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এবার ভারতীয় দলের কোচ চয়নে ক্যাপ্টেন কোহলির কোনও বক্তব্য শুনবে না ক্রিকেট উপদেষ্টা কমিটি। কপিল দেব, অংশুমান গায়কোয়াড়, শান্তা রঙ্গস্বামীরা যাঁর নাম প্রস্তাব করবেন, তাঁকেই ভারতীয় দলের কোচ করবে সিওএ।