‘জয় শ্রীরাম’ স্লোগান ঘিরে দেশের নানা প্রান্তে ঘটে চলা গণপিটুনির প্রতিবাদে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বিশিষ্টজনেরা। সেখানে বিশ্ববন্দিত চিত্রপরিচালক আদুর গোপালকৃষ্ণন ধর্মের নামে দেশে ঘটে চলা হানাহানির প্রতিবাদে প্রধানমন্ত্রীকে অবগত করানোর জন্য স্বাক্ষর করেছিলেন। তাঁর জেরে নিজের রাজ্য কেরালায় বিজেপি নেতার হুঁশিয়ারির মুখে পড়লেন আদুর গোপাল কৃষ্ণন।
বিজেপির মুখপাত্র বি গোপালকৃষ্ণন বৃহস্পতিবার বলেন, “এ ভাবে দেশের সংস্কৃতির অপমান করতে পারেন না আদুর। এটা রামায়নের মাস, এ সময়ে কেরালার মানুষ জয় শ্রীরাম বলবেই। যদি তা শুনতে আপনার ভালো না লাগে তা হলে শ্রীহরিকোটায় নাম লিখিয়ে চাঁদে চলে যান।’ তিনি ফেসবুকে এই পোস্ট করার পর থেকে কেরালায় বিতর্কের ঝড় উঠেছে। আদুরের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়ন-সহ অন্য বিশিষ্টজনেরা। মুখ খুলেছেন আদুরও। তাঁর কথায়, ‘আমার চিঠি সরকারের বিরুদ্ধেও নয়, যাঁরা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও নয়। এই স্লোগানকে ব্যবহার করে যে গণপিটুনির ঘটনা ঘটছে তার বিরুদ্ধে”।
এ দিন শিল্পীজনদের সমর্থনে মুখ খুললেন বলিউডের অভিনেত্রী স্বরা ভাস্কর। তিনি মনে করেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া সমস্যাটির নিষ্পত্তি সম্ভব নয়। দেশজুড়ে বেড়ে চলা গণপিটুনির ঘটনার প্রতিবাদ করে বুধবার বিশিষ্টজনেরা চিঠি দিয়েছেন নরেন্দ্র মোদীকে। অভিযোগ জানিয়েছেন, ‘জয় শ্রীরাম স্লোগান এখন রণহুঙ্কারে পরিণত হয়েছে।’ স্বরা বলেন, “দেশে গণপিটুনি এখন মহামারীতে পরিণত হয়েছে, এটা এমন একটা সমস্যা যা থেকে আমরা মুখ ফিরিয়ে থাকতে পারি না। আদুর গোপালকৃষ্ণন, রামচন্দ্র গুহ, অপর্ণা সেনের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা এর বিরুদ্ধে সরব হওয়ায় তাঁদের সাধুবাদ জানাচ্ছি”।