পুরোপুরি পাল্টে গেছে জলের রঙ। আজ সকাল থেকেই। সমুদ্রে নামলেই কাদায় মাখামাখি হয়ে যাচ্ছে শরীর, পোশাক। আর এতেই হইচই পড়ে গেছে দীঘায়। আতঙ্ক, উদ্বেগ, কৌতূহল, সব মিলেমিশে একাকার। এই অবস্থায় সমুদ্রে নামতে ভরসা পাচ্ছেন না অনেকে। কেউ আবার কাদা মেখে বেজায় খুশি। এরই মধ্যে আগামি ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের পুর্বাভাস জানিয়ে দীঘার সৈকতে মাইকে প্রচার শুরু করেছে পুলিশ। পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করা হচ্ছে। সব কিছু মিলিয়েই বৃহস্পতিবার দীঘার ছবিটা বেশ অন্যরকম।
এলাকাবাসী ও পর্যটকদের দাবি, বুধবার বিকাল থেকেই হঠাৎ করে এই রং পরিবর্তন হয়েছে সাগরের জলে। একেবারে ঘোলাটে কাদা মিশ্রিত রং। ২৪ ঘন্টা আগেও দীঘার সমুদ্রের জলের রং এমন ছিল না। এমন ঘোলাটে রঙের জন্য বহু পর্যটক সমুদ্রে স্নান করতে নামেননি বৃহস্পটিবার। যেসব পর্যটকরা সমুদ্রে স্নান করতে নেমে ছিলেন তাদের জামা কাপড়ে সেই কাদা মিশ্রিত জল লেগেছে। সমুদ্রের জলের রং হঠাৎ করে এমন পরিবর্তনের কারণ নিয়ে পর্যটকদের মধ্যে এখন বেশ চর্চা শুরু হয়েছে।
তবে পরিবেশবিজ্ঞানীরা কিন্তু বিষয়টিকে ততটা উদ্বেগের বলে মনে করছেন না। সমুদ্র বিজ্ঞানী আনন্দদেব মুখোপাধ্যায় বলেন, “এটা ওশান ডায়নামিকসের একটা পর্ব। সেরিমেন্ট লোড বেড়ে গেছে সমুদ্রে। তাই ঘোলা হয়ে গেছে জল। বেড়েছে বালির ও কাদার পরিমাণ। এটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। সুবর্ণরেখায় বাঁধ দেওয়ার জন্যেও এমনটা ঘটতে পারে।” রামনগর ১ এর বিডিও আশিস কুমার রায় বলেন, “সমুদ্র বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হয়েছে। বৃষ্টি না হওয়ার কারণে সমুদ্রে সেরিমেন্ট লোড বেড়ে গিয়ে এমনটা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। উদ্বেগের কিছু নেই। তবুও তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।”
আজ ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই পাল্টাতে শুরু করে সমুদ্রের রঙ। বেলা গড়িয়েছে যত, ততই কাদা মাখা ঘোলা রঙ হয়েছে সমুদ্রের জলের। সকাল সকাল স্নান করতে এসে রীতিমতো বিড়ম্বনায় পড়েন পর্যটকরা। তাঁরা জানান, সমুদ্রে নামতেই সারা গা কাদায় মাখামাখি হয় যাচ্ছে। স্নান করে সেই কাদা ধুয়ে ফেলা সম্ভব হয়নি। এই অবস্থায় বেড়াতে এসে সমুদ্রে নামা হয়নি মধ্যবয়স্কা শিউলি ভদ্রের। বলছিলেন, “এতবছর ধরে দীঘায় আসি, এমন কখনও দেখিনি। যাঁরা সমুদ্রে নামছেন সবাই উঠে আসছেন কাদায় মাখামাখি হয়ে।”
সমুদ্রের পাড়ে ডাব বিক্রি করেন উত্তম গিরি। বহু বছর ধরে। তাঁর কথায়, “সমুদ্রে এমন কাদাজল আমি আগে কখনও দেখিনি। যারা সমুদ্রে নামছেন, উঠে আসছেন যখন, মনে হচ্ছে কাদা থেকে উঠছেন।” আরেক পর্যটক সেখ সাত্তার বলেন, “গতকালও দীঘার সমুদ্রে স্নান করেছি। জলের রঙ এমন ঘোলাটে ছিল না। বুধবার হঠাৎ করে রং পরিবর্তনের কারণ কী, তা বুঝতে পারলাম না। তবে জামা কাপড় কাদা হয়ে যাওয়ার ভয়ে এ দিন স্নানে নামিনি। জলের রং পরিবর্তনটা খুব চোখে লাগছে। এর আগে বহুবার দীঘা এসেছি। এমন ঘোলাটে জল কখনও দেখিনি। তাই সমুদ্রে স্নান না করে আজ হোটেলে স্নান করলাম।” প্রশাসন আর পরিবেশবিদরা যতই আশ্বস্ত করুন চেনা দীঘার এই অচেনা রুপ দেখে মন খারাপ পর্যটকদের।