বাইক চলুক আপন গতিতে, কিন্তু মাথায় যেন হেলমেট থাকে। দেশের প্রত্যেকটি রাজ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে চলেছে এই প্রচার। মানুষকে সচেতন করতে জরিমানার পাশাপাশি একাধিক পদক্ষেপও নিচ্ছে পুলিশ। এমনকি হেলমেট ছাড়া পেট্রোল পাম্পে তেল মিলবে না, এমন নিয়মও আনা হয়েছিল। তবুও হুঁশ ফেরার লক্ষ্মণ নেই বাইক চালকদের।
পুলিশের তরফে সাধারণ মানুষকে বিষয়টি নিয়ে সচেতন করা গেলেও, নেতাদের ক্ষেত্রে ব্যাপার-স্যাপারই আলাদা। আইনভঙ্গ করতে তাঁরা ওস্তাদ। আর তেমনই এক নেতাকে হেলমেট বিহীন অবস্থায় পুলিশ আটকাতে এমন পরিস্থিতি সৃষ্টি হল যে, তাতে তাজ্জব বনে গেল গোটা দেশ। চরম হাঙ্গামার পাশাপাশি পুলিশকে জঘন্য ভাষায় গালাগালি দেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাস্থল যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুরাদাবাদে। সেখানে পুলিশ লাইন থানার পাশে টহল দিচ্ছিলেন পুলিশ কর্মীরা। সেই সময় ওই স্থান দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন স্থানীয় বিজেপি নেতা অরবিন্দ সিং। জানা গেছে, মাথায় হেলমেট না থাকার অভিযোগে ওই নেতাকে আটক করে পুলিশ। আর পুলিশের এহেন কাণ্ডে রীতিমতো রেগে ওঠেন ওই বিজেপি নেতা। পুলিশের সঙ্গে বেশ কিছু সময় ঝামেলা চলার পর, হঠাৎই পুলিশকে উদ্দেশ্য করে নোংরা ভাষায় গালিগালাজ করতে শুরু করেন ওই বিজেপি নেতা।
বচসা এমন পর্যায়ে যায় যে ওই নেতাকে কাবু করতে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থলে আসেন। তাতেও সামাল দেওয়া যায়নি ওই নেতাকে। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে খবর দেওয়া হয় স্থানীয় এসএসপি অমিত পাঠককে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তিনি। অভিযুক্ত ওই নেতাকে সামাল দেন তিনি। তবে জানা গেছে, কর্তব্যরত পুলিশকর্মীদের হুমকি ও গালাগাল করার অভিযোগে ওই বিজেপি নেতার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ।