কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়, দেশকে ভালোবেসে এবং মানবিকতার খাতিরেই তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন পরিচালক-অভিনেত্রী অপর্ণা সেন।
সাংবাদিক সম্মেলনে অপর্ণা সেন জানান, চিঠিতে তাঁর মতোই দেশজুড়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। তাঁদের কেউ সঙ্গীতশিল্পী তো কেউ শিক্ষাবিদ। কেউ ভাস্কর তো কেউ সমাজকর্মী। দেশের সর্বোচ্চ প্রশাসনিক কর্তা হিসেবে প্রধানমন্ত্রীকে তাঁরা শুধু আবেদন করেছেন এভাবে দেশে সংখ্যালঘু, দলিতদের উপর বেড়ে চলা অত্যাচার, গণপ্রহারের মতো ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
অপর্ণা বলেছেন, ‘মারধর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করাটাও যেমন নিন্দনীয় তেমনই নিন্দনীয় হিন্দু মন্দির ভাঙা। আমাকে কেউ যদি আল্লা হু আকবর বলতে বাধ্য করে তাহলে আমার কেমন লাগবে।’ মোদীর কাছে তাঁদের আবেদন, ‘গণপ্রহারে জড়িতদের বিরুদ্ধে অজামিনযোগ্য ওয়ারেন্ট জারি এবং হত্যার মামলা রুজুর নির্দেশ দিন প্রধানমন্ত্রী’। কারণ, ‘গণপ্রহার আসলে হত্যা,’, বললেন অপর্ণা। একইসঙ্গে তিনি বলেছেন, কাউকে গোহত্যা করতে দেখলে বা অবৈধভাবে গরু পাচার করতে দেখলে আইন নিজের হাতে না তুলে নিয় পুলিশে খবর দিতে। অপর্ণার সাফ মন্তব্য, সার্বভৌম দেশ হিসেবে ভারতে ধর্মের মানুষদের সমানাধিকার দিয়েছে দেশের সংবিধান।