আর কোনও বেসরকারি দোকান নয়, মদ বিক্রি হবে শুধু মাত্র সরকারি দোকানেই। সরকারি লাইসেন্স নেওয়া বেসরকারি দোকানগুলির তল্পিতল্পা গুটানোর সময় হয়ে গেছে। এবার মদের টাকায় কোনও ভাগীদার না রেখে, গোটাটাই রাজকোষে তুলতে উদ্যত সরকার। নয়া আইন এনে এমনই পদক্ষেপ নিতে উদ্যত হল অন্ধ্রপ্রদেশ সরকার।
এই নিয়ম চালু করতে মঙ্গলবারই অন্ধ্রপ্রদেশ বিধানসভায় এক নয়া বিল পেশ করলেন সেখানকার উপমুখ্যমন্ত্রী তথা শুক্ল দফতরের মন্ত্রী কে নারায়ণ স্বামী। সেখানেই তিনি জানান, “এই নয়া আইন চালু হলে শুধুমাত্র সরকারী দোকানেই বিক্রি হবে মদ। কোনও ভাবেই বেসরকারি দোকানে মদ বিক্রির অনুমোদন দেওয়া হবে না”।
যদিও সরকারি ভাবে জানানো হয়েছে, লাইসেন্স প্রাপ্ত দোকানগুলি লাগাম ছাড়া ভাবে মদ বিক্রি করছে যাদের লাইসেন্স নেই তাদের কাছে। যার ফলে চোরা পথে মদের বিক্রি বিপুল ভাবে বেড়েছে। বাড়ছে অপরাধও। এই ধরণের পরিস্থিতি ঠেকাতেই পদক্ষেপ নিল সরকার। বেসরকারি মদের দোকানগুলি যেভাবে আইন ভেঙে চলেছে তাতে এই পথ অবলম্বন করা ছাড়া অন্য কোনও রাস্তা নেই। তবে বেসরকারি দোকানে মদ বিক্রি বন্ধ করা হলেও হোটেল গুলিতে মদ বিক্রির অনুমদন থাকবে।