বিশ্বকাপের রেশ কেটে আবার ছন্দে ফিরতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। নতুন করে আবার মাঠে ফিরতে চলেছে। কিছুদিন পরই ক্যারিবিয়ানদের হয়ে মাঠে নামবে ভারতীয় দল। টেস্ট, ওয়ানডে, টি২০ তিন ফর্ম্যাটেই খেলা হবে এই সফরে। আর এই সফরে কি টিম নিয়ে মাঠে নামবে ভারত সেটাও ঠিক হয়ে গেছে। তারুণ্যে ভরপুর এই দল নিয়েও দানা বাঁধছে প্রশ্ন। আর এই প্রশ্ন উঠেছে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির থেকে। শুভমন গিল ও অজিঙ্কা রাহানেদের মতো ক্রিকেটারকে ওয়ান ডে দলে দেখতে না পেয়ে অবাক সৌরভ৷ এমনকি এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সবাইকে খুশি করতে চলার প্রবণতায় কার্যত ক্ষুদ্ধ মহারাজ৷
বুধবার সকালে দু’টি টুইট করেন সৌরভ৷ একটিতে তিনি গিল ও রাহানের হয়ে সওয়াল করেন৷ অন্য টুইটে মহারাজ নির্বাচক কমিটির ‘পলিসি’ নিয়ে প্রশ্ন তোলেন৷ প্রথম টুইটে সৌরভ লেখেন, ‘দলের ছন্দ ও আত্মবিশ্বাস বাড়াতে সময় এসেছে ভারতীয় নির্বাচকদের তিন ফর্ম্যাটের জন্য একই ক্রিকেটারদের বেছে নেওয়া৷ খুব কম ক্রিকেটার সব ফর্ম্যাটেই ক্রিকেট খেলছে৷ ভালো দলে ধারাবাহিক ক্রিকেটার থাকা দরকার৷ সবাইকে খুশি করার জন্য দল না বেছে দেশের স্বার্থ ও ধারাবাহিকতার কথা ভাবা উচিত৷’
দ্বিতীয় টুইটে সৌরভ লেখেন, ‘স্কোয়াডে এমন অনেক ক্রিকেটার রয়েছে, যারা সব ফর্ম্যাটেই সফল হতে পারে৷ শুভমন গিল ও রাহানেকে ওয়ান ডে স্কোয়াডে না দেখে অবাক হচ্ছি৷’ বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল নিয়ে তেমন কোনও আপত্তি নেই কারও৷ তবে ওয়ান ডে ও টি-২০ দলে ঘুরিয়ে ফিরিয়ে একাধিক ক্রিকেটারকে সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছ৷ বিশেষ করে শুভমন গিলের ওয়ান ডে দলে ডাক না পাওয়া এবং কেদার যাদবের ওয়ান ডে দলে জায়গা ধরে রাখা নিয়ে খুশি নন অনেকেই৷