নতুন কোচের জন্য বিজ্ঞাপন ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই দিয়েছে। সেই মতো অনেকেই বিরাট কোহলিদের কোচ হওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন। এবার সুযোগ বুঝে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মাহেলা জয়বর্ধনেও আবেদন করেছেন, এমনটাই খবর বিসিসিআই সূত্রে। যদিও সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে একটি টুইট করে তাঁর কোচের পদে আবেদন করার জল্পনা উস্কে দেওয়া হয়েছে। আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষিত হয়ে গিয়েছে বিসিসিআই থেকে। এই সফরের পরেই ভারতের হেড কোচ রবি শাস্ত্রী তো বটেই, এমনকি সাপোর্ট স্টাফদের মুখও বদলে যাচ্ছে।
ক্রিকেটার হিসেবে চূড়ান্ত সফল জয়বর্ধনে। আন্তার্জাতিক ক্রিকেটে ২০ হাজারের বেশি রান রয়েছে তাঁরা। কোচিং কেরিয়ারেও সাফল্য নিতান্ত কম নয়। ৩ মরশুম মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে কাজ করেছেন তিনি। রোহিতদের দু’বার আইপিএলও জিতিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই জয়বর্ধনের ভারতীয় কোচের পদে আবেদন করাটা টিম ইন্ডিয়ার হটসিটের লড়াইয়ে নতুন মাত্রা যোগ করছে। শুধু জয়বর্ধনে কেন, কোচ হওয়ার দৌড়ে রয়েছেন আরও বেশ কিছু হেভিওয়েট। রয়েছেন ভারতের হয়েই বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কাস্টের্ন। রয়েছেন টম মুডিও। কোচিং কেরিয়ারে বিস্তর অভিজ্ঞতা রয়েছে তাঁর। মূলত এই তিন তারকার প্রতিদ্বন্দ্বিতাতেই জমে উঠেছে ভারতের নতুন কোচ হওয়ার লড়াই।
তবে, এখনই লড়াই থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া যাচ্ছে না রবি শাস্ত্রীকে। বিশ্বকাপের পর তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা ভেবে ৪৫ দিনের জন্য বাড়ানো হয়েছে তাঁর চুক্তি। সেই সঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে অন্যান্য কোচিং স্টাফেরও। নতুন কোচ বাছতে বসার সময় শাস্ত্রীর নামও মাথায় রাখছে বিসিসিআই-এর ক্রিকেট উপদেষ্টামণ্ডলী। তবে, জয়বর্ধনে এই লড়াইয়ে নামায় নিঃসন্দেহে টিম ইন্ডিয়ার হটসিটের লড়াইটা আরও চমকপ্রদ হল বলেই মনে করা হচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞরা।