কয়েকদিন আগেই আসানসোল পুরনিগম ঘেরাওয়ের যে কর্মসূচী ছিল, বিজেপি যুব মোর্চার সেই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি অরিজিৎ রায়কে। সেই কর্মসুচীতে অশান্তি ছড়ানোর অভিযোগ ওঠে। সেই অভিযোগেই আজ গ্রেফতার করা হল অরিজিৎ রায়কে। ঘটনাচক্রে অভিজিৎ বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়ের ঘনিষ্ঠ।
গতকাল বিকালে তিনি যখন কলকাতা থেকে বাসে আসানসোল ফিরছিলেন সেই সময় তাকে রানীগঞ্জের বক্তারনগরের কাছে বাস থেকে নামিয়ে আটক করে পুলিশ। এরপর রাতে তাকে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয়। আজ তাঁকে আসানসোল মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে খবর, বিজেপি যুব নেতার বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর , সরকারি কর্মী ও আধিকারিকদের সরকারি কাজে বাধা সহ এলাকার শান্তি বিঘ্নিত করার কারণে জামিন অযোগ্য ধারায় ১৮৫, ১৪৮, ৩৫৩, ৩২৩ আইপিসি ধারায় মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য গত ৫ জুলাই আসানসোলে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে পুরনিগম ঘেরাও কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন অরিজিৎ রায়। সেদিন থেকেই এলাকায় অশান্তি ছড়ানোর কারণে অরিজিতের সন্ধানে ছিল পুলিশ। এই ঘটনায় ফের মুখ পুড়ল বিজেপির।