পুজোর চাঁদায় কর বসাতে চাইছে আয়কর দপ্তর৷ এর নেপথ্যে বিজেপি৷ সম্প্রতি পুজো কমিটিগুলিকে আয়কর দপ্তরের তলবের পরিপ্রেক্ষিতে নাম না করেই বিজেপির বিরুদ্ধে অভিযোগে সরব মুখ্যমন্ত্রী৷ সোমবার নবান্ন সভাঘরে জেলা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে এর বিরোধিতা করেন তিনি৷
নবান্নে জেলা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আয়কর বিভাগকে দিয়ে অযথা পুজো কমিটিগুলিকে হেনস্তা করা হচ্ছে৷ দুর্গাপুজো একটা উৎসব, ব্যবসা নয়৷ এখানে কর নিয়ে কেন এত বাড়াবাড়ি? পুজোর চাঁদার উপরেও কর বসাতে চাইছে৷ মানুষ ভালবেসে পুজোর চাঁদা দেন৷ সেখানে করের ব্যপার থাকবে কেন?’ এপ্রসঙ্গে তিনি নাম না করে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘ভোটের আগে মুখে হিন্দুত্ববাদ, আর ভোটের পর হিন্দুদের সবচেয়ে বড় উৎসব নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে৷ এটা মেনে নেওয়া যায় না৷
পাশাপাশি, জেলা পরিষদের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, সপ্তাহে অন্তত একটা দিন ২ ঘন্টা করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার ও তাঁদের সমস্যা শোনার জন্য বরাদ্দ রাখুন। নতুন সেতু নির্মাণ থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যদের ভাতা বৃদ্ধি নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। উল্লেখ্য, রাজ্যজুড়ে যেভাবে কাটমানি নিয়ে সরগরম অবস্থা তাঁর পর এই বৈঠকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন তা জানতে মুখিয়ে ছিলেন জেলার নেতারা। তবে জানা গিয়েছে, এই বৈঠকে মমতা জেলার নেতাদের বার্তা দিয়েছেন তৃণমূলস্তর থেকে কীভাবে উন্নয়ন করতে হবে তাঁদের।