রোখা যাচ্ছে না ‘ধিং এক্সপ্রেস’কে। তিন সপ্তাহের মধ্যে ৫টি আন্তর্জাতিক সোনা জিতেছেন অসম–কন্যা। শেষ সোনা তিনি জিতেছেন শনিবারই, চেক প্রজাতন্ত্রের নোভে মেস্তো নাদ মেতুজি গ্রাঁ প্রি–র ৪০০ মিটার দৌড়ে। হিমা দাসের এই অনবদ্য পারফরমেন্সে মুগ্ধ আসমুদ্রহিমাচল। ভারতীয় স্প্রিন্টারের সাফল্যে প্রচণ্ড খুশি হয়েছেন শচীন তেন্ডুলকরও। ফোন করে দিয়েছেন বিশেষ বার্তা।
রবিবার বিকেলে অভিনন্দন জানাতে চেক প্রজাতন্ত্রে ফোন করেছিলেন হিমাকে। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। যে ফোন পেয়ে উচ্ছ্বসিত হিমার প্রতিক্রিয়া, ‘‘আজ বিকেলে স্বপ্ন সত্যি হল। ফোন করে অভিনন্দন জানালেন ক্রিকেটের ঈশ্বর ও আমার আদর্শ সচিন তেন্ডুলকর স্যর। আপনাকে ধন্যবাদ প্রেরণামূলক কথার জন্য। টোকিয়ো অলিম্পিক্সের জন্য প্রচেষ্টায় কোনও খামতি রাখব না।’’
তেন্ডুলকরের সঙ্গে হিমার পরিচয় গত বছর। মুম্বইয়ে নিজের বাড়িতে হিমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। সেখানেই হিমাকে নিজের শেষ টেস্টের জার্সি সই করে হিমাকে উপহার দিয়েছিলেন শচীন। এ দিন হিমার সঙ্গে কথা বলেই তেন্ডুলকর টুইট করেন, ‘‘তোমার সঙ্গে কথা বলে দারুণ লাগল হিমা। আশা করি, শীঘ্রই দেখা হবে।’’ যা জানার পরে হিমাও পাল্টা টুইট করেন, ‘‘নিশ্চয়ই স্যর। ভারতে ফিরলে আপনার কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে আসব।’’
আসামের সেই সোনার অ্যাথলিট হিমা দাসের এই ম্যাজিক পারফরম্যান্সের পরেও অবাক নন তাঁর ছোটবেলার কোচ নিপন দাসও। বলছেন, ‘‘আরও ভাল করতে হবে। হিমাকে সেটাই বলেছি। আর সেটা করার ক্ষমতাও রাখে ও।’’ সঙ্গে যোগ করেন, ‘‘রবিবারেও কথা হল। এই প্রতিযোগিতাগুলো বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জনের জন্য। জুলাইয়ের শেষ দিকে আরও একটা প্রতিযোগিতা রয়েছে। আশা করছি, বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা পাবে ও।’’ সঙ্গে বলছেন, ‘‘ওকে মনে করিয়ে দিয়েছি, চোটের কারণে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দৌড়তে না পারায় গেল গেল রব উঠে গিয়েছিল। পাখির চোখ কিন্তু টোকিয়ো অলিম্পিক্স। সেখানে ব্যর্থ হলে কেউ কিন্তু এই পর পর সোনা জয়ের কথা মাথায় রাখবে না। তাই আত্মতুষ্টিতে ভাসতে নিষেধ করেছি।’’