ধর্মতলা আজ লোকে লোকারণ্য। ২১ শে জুলাইয়ের মঞ্চে তাঁদের প্রিয় নেত্রীর কথা শুনতে আগ্রহী দলের নেতা-নেত্রী থেকে সাধারণ মানুষ। সেই মঞ্চ ও সভাস্থল আজ উপচে পড়া ভিড়। সেই সাধারণ মানুষকে সাক্ষী রেখে ২১ শের মঞ্চে বক্তৃতা শুরু করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
২১ শে জুলাইয়ের মঞ্চে ফিরহাদের নিশানায় ছিল বিজেপি। ছিল গেরুয়া শিবিরের অত্যাচারের কথা। তিনি বলেন, ‘দেশ বিক্রি করে দিচ্ছে বিজেপি। বিজেপি মার্কিন সাম্রাজ্যবাদের দালাল। বিজেপির শাসনে আচ্ছে দিন আসে নি। বিজেপির আমলে জর্জরিত দেশ।’ তিনি শুধু এখানেই থেমে থাকেননি। বিজেপির পাশাপাশি তিনি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা কেন। তাঁর কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় নতুন করে স্বাধীনতা এসেছে। সিপিএম মুক্ত হয়েছে বাংলা। তবে, বিজেপির আমলে দেশ পরাধীনতার দিকে এগোচ্ছে।’ এইভাবে শহীদ মঞ্চ থেকে এক নতুন দেশ গড়ার বার্তা দিলেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী।