এশিয়ান গেমসে একটি সোনা তো ছিলই, হিমা দাসের আরও একটি সোনা হল। মহিলাদের ৪×৪০০ মিটার রিলেতে হিমারা আগেই সোনা জিতেছিলেন। এবার ৪×৪০০ মিটার মিক্সড রিলেতেও তাঁদের পদকোন্নতি হল।
ভারতের মিক্সড দলে হিমা ছাড়াও ছিলেন মহম্মদ আনাস, এম আর পুভাম্মা এবং আরোকিয়া রাজীব। তাঁরা ৩:১৫.৭১ মিনিট সময় করে রুপো জেতেন। কিন্তু বাহরিনের কেমি আদেকোয়াকে ৪ বছরের জন্য নির্বাসিত করেছে অ্যাথলেটিক্স ইনটিরিটি ইউনিট। তিনি ডোপ পরীক্ষায় ব্যর্থ হন।
২০১৮ সালের ২৪ আগস্ট থেকে ২৬ নভেম্বরের মধ্যে এই ডোপ পরীক্ষা হয়। এমনিতে ওই রিলে রেসের পরেই ভারত সরকারি ভাবে প্রতিবাদ করেছিল। ভারতের দাবি ছিল দৌড়নোর সময় বাধা দিয়েছিল বাহরিন। কিন্তু সেই প্রতিবাদ গ্রাহ্য হয়নি। শেষ পর্যন্ত অন্য কারণে ভারত সেই সোনাই পেল। মিক্সড রিলেতে হিমারা রুপো জিতলেও সোনা জেতা বাহরিনের এক অ্যাথলিট চার বছরের জন্য নির্বাসিত হওয়ায় হিমাদের ওই রুপো এখন সোনা হয়ে যাচ্ছে।