গতবার ভারতীয়দের পছন্দের তালিকায় এক নম্বরে ছিল তাঁর নাম। তবে এবার একধাপ পিছিয়ে দু’নম্বরে নেমে এসেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর তাঁর ঠিক আগের জায়গাটা দখল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ, ঠিক শুনেছেন। মার্কিন এক ফার্ম ‘ইয়ুগভ’-এর সার্ভেতে উঠে এসেছে এই তথ্য।
এই তালিকায় অবশ্য এক নম্বরে এখনও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। গত বারও এক নম্বরেই ছিলেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা।
ভারতীয়দের পছন্দের তালিকায় এক নম্বর মহিলা অবশ্য এখনও এক ক্রীড়াব্যক্তিত্ব। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কম। ধোনির পর ভারতীয়দের এই পছন্দের তালিকায় রয়েছেন বিজনেস টাইকুন রতন টাটা ও আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা। মেয়েদের সেরা পছন্দের তালিকায় মেরি কমের পরে রয়েছেন আইপিএস অফিসার কিরন বেদী, গায়িকা লতা মঙ্গেশকর, বিজেপি নেত্রী সুষমা স্বরাজ ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিশ্বের সেরা ২০ পছন্দের পুরুষদের তালিকায় অমিতাভ বচ্চন, সলমন খান ও শাহরুখ খান রয়েছেন।
মেয়েদের বিশ্বব্যাপী তালিকায় এক নম্বরে রয়েছেন বারাক ওবামার স্ত্রী ও আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা। তারপর রয়েছেন মার্কিন টিভি সঞ্চালক ওপরা উয়িনফ্রি। বিশ্বের সেরা ২০ পছন্দের মহিলার তালিকায় দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বর্যা রাই ও সুস্মিতা সেন রয়েছেন। ৪১ দেশের মানুষের উপর এই সার্ভে করে তারপর তার ফল প্রকাশ করা হয়েছে।