লোকসভা নির্বাচনের পর দীর্ঘদিন কেটে গেলেও এখনও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত অশান্তি। বিভিন্ন জায়গায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। ভাঙচুর করা হচ্ছে কার্যালয়। সেই ঘটনার পুনরাবৃত্তি এবার মেদিনীপুরে। বেশ কয়েকদিন ধরেই শাসক-বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে মেদিনীপুরের বিভিন্ন এলাকা। ভাঙচুর করা হয় এলাকার বেশ কয়েকটি তৃণমূল কার্যালয়।
শুক্রবার রাতেও হাতিহলকা এলাকায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া হয় কার্যালয়ে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ ও ব়্যাফ। সাময়িকভাবে স্বাভাবিক হয় পরিস্থতি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত বারোটার পর থেকেই একদল লোক অতর্কিতে হাতিহলকা গ্রামের তৃণমূলের কর্মীদের বাড়ির উপর হামলা চালায়। পরপর বেশ কয়েকটি বাড়িতে বাইরে থেকে ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর চালানো হয়। এরপর ওই হামলাকারীরা বাজারের উপর অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।
গোটা বাংলা জুড়ে যেভাবে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের আবহ সৃষ্টি করে চলেছে বিজেপি তাতে রীতিমত সন্ত্রস্ত সাধারণ মানুষ। গেরুয়া শিবিরের এই বারংবার হামলাই প্রমাণ করে দিচ্ছে দেশ চালানোর জন্যে মোদী সরকার ঠিক কতটা অযোগ্য।