একের পর এক এমন কিছু পদক্ষেপ নিচ্ছে মোদী সরকার যার জেরে আরও বিপন্ন হচ্ছে সাধারণ মানুষের অবস্থা। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা সহ দেশের আরও বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত কারখানাকে কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ সরকারি কারখানাকে বেসরকারিকরণের দিকে এগোতে চাইছে কেন্দ্র। কিন্তু মালিকানার বদল চান না এইসব কারখানার শ্রমিকরা। তাই স্বাভাবিকভাবেই বিক্ষোভে নেমেছেন শ্রমিকরা। কারখানার আলো বন্ধ করে তাই অভিনব প্রতিবাদ জানালেন চিত্ত্রঞ্জনের শ্রমিকেরা।
গতকাল রাত আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত অন্ধকার থাকে গোটা চিত্তরঞ্জন শহর। আচমকাই শহরের বিস্তীর্ণ এলাকা এ ভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় প্রথমে ব্যাপারটা বুঝতে পারেননি অনেকেই। তবে পরে জানা যায়, এক অনন্য উপায়ে প্রতিবাদে সামিল হয়েছেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার শ্রমিকরা। প্রতিবাদে পা মিলিয়েছেন তাঁদের পরিবার এবং স্থানীয় ব্যবসায়ীরাও। প্রত্যেকেই নিজেদের বাড়ি এবং দোকানের আলো নিভিয়ে গোটা শহর ব্ল্যাকআউট করে দেন। উদ্দেশ্য একটাই, কেন্দ্রীয় সরকারের কাছে বার্তা পাঠানো। এ দিন হাতে মোমবাতি এবং লন্ঠন নিয়ে শহর জুড়ে মিছিল করেন তাঁরা।