বিজেপির সন্ত্রাসে তটস্থ দেশবাসী। রাজ্যেও তার প্রভাব পড়েছে। তাই বিরোধী দলগুলো একজোট হয়ে লড়ার ভাবনা সবার। এইদিন প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্রের কথা থেকে ব্যাপারটা স্পষ্ট। রাজ্যে গেরুয়া বাহিনীকে ঠেকাতে তৃণমূলের সঙ্গে হাত মেলাতে আগ্রহ প্রকাশ করেছেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। তাঁর কথায়, ‘বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে তৃণমূলকে সঙ্গে নিতে কোনও ছুৎমার্গ নয়৷’
কেবল সোমেন মিত্রই নন, এদিন ইস্যুর ভিত্তিতে তৃণমূলকে সমর্থনের পক্ষে সায় দিয়েছেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য৷ ইভিএমের বদলে ব্যালট ফেরানোর যে দাবিতে এবার ২১ জুলাইয়ের জনসভা করছে তৃণমূল, সেই দাবিকে এদিন সমর্থন জানিয়েছেন তিনিও৷ কংগ্রেসের বর্ষীয়ান এই সাংসদ জানান, ‘এবারের নির্বাচনে ইভিএম নিয়ে অনেক অভিযোগ উঠেছে৷ বিশ্বের অনেক উন্নত দেশে এখন ইভিএম উঠে গিয়েছে৷ তাই এই দাবি ন্যায্য৷’
বিধানসভায় বিজেপি বিরোধিতায় বাম-কংগ্রেসকে একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ এইবার সেই একই সুরে কথা বলছেন কংগ্রেসের নেতৃত্ব। তবে কি পরবর্তীতে গেরুয়া বাহিনীর তান্ডব রুখতে একজোট হবে বিরোধীরা? উত্তর সময়ই দেবে।