তৃণমূলের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ তুলেছিলেন সদ্য বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফা দেওয়া সব্যসাচী দত্ত। এবার তাঁর বিরুদ্ধেই তোলা আদায়ের একটি ফোন কল রেকর্ড ফাঁস হয়ে গেল। যদিও ‘এখন খবর’ এই কল রেকর্ডের সত্যতা যাচাই করেনি। তবে সব্যসাচী ঘনিষ্ঠদের একাংশ এটাকে সত্য বলেই মানছেন। যেখানে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাছ থেকে ১ কোটি টাকা তোলা চাইতে শোনা যাচ্ছে সব্যসাচী দত্তকে।
ওই ফোন কল রেকর্ডে সব্যসাচীকে বলতে শোনা গেছে, ‘১২ তারিখের ডেট যেন কোনওভাবেই ফেল না হয়। আর যদি তা হয় তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আপনি তার জন্য যার কাছে খুশি যেতে পারেন।’ এরপর ফের সব্যসাচী ওই ব্যক্তিকে বলেন, ‘১২ তারিখ ফাইনাল তো? কারণ আমি কিন্তু ট্রান্সফার করে দিয়েছি লোকের থেকে ধার নিয়ে’। এর উত্তরে ফোনের ওপারের ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, ‘হ্যাঁ দাদা আমি দিয়ে দেব। ১২ তারিখ বিকেল ৪ টের মধ্যে। আমার সোনাদানা বেচে আমি ১ কোটি টাকার ব্যবস্থা করে রেখেছি’।
ফোনে ওই কথোপকথন চলার সময় একাধিকবার ১২ তারিখের কথা বলতে শোনা যায় সব্যসাচীকে। এরপর সব্যসাচীর গলায় শোনা যায়, ‘এখন ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে ফলে ট্রান্সফার করা ভীষণ কঠিন। তাও আমি সোনাওয়ালাদের মাধ্যমে ট্রান্সফার করে দিয়েছি’। পাল্টা ওই ব্যক্তি কোথায় টাকা দিতে হবে প্রশ্ন করলে বলেন, ‘১২ তারিখে আমায় ফোন করবেন আমি আপনাকে ঠিকানা দিয়ে দেব’। বলার অপেক্ষা রাখে না, এহেন তোলা আদায়ের অডিও ফাঁস হয়ে যাওয়ার পর বেশ বিপাকে সব্যসাচী।