সেই রবার্ট ব্রুসের কথা মনে আছে? স্কটল্যান্ডের যেই রাজা শত্রুর কাছে বার বার পরাজিত হয়ে শেষটায় রাজ্যের আশা ছেড়ে দিয়ে এক পাহাড়ের গুহায় লুকিয়ে ছিলেন। পরে একটি মাকড়সার নাছোড়বান্দা মনোভাব দেখেই তিনি পুনরায় চেষ্টা করেন এবং নিজের রাজ্য ফিরে পান। এবার ঠিক তেমনই, লক্ষ্য পূরণ না হওয়া অবধি চেষ্টা থামিও না- এই কথাকে জীবনের আপ্তবাক্য করে পঞ্চমবারের চেষ্টায় আইএএস পাশ করলেন বিএসএফ অফিসার হরপ্রীত সিংহ। শুধু যে পাশ করেছেন তা নয়, ওই পরীক্ষায় দেশের মধ্যে প্রথম ২০তে রয়েছেন তিনি।
প্রসঙ্গত, ছোট থেকেই আইএএস অফিসার হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। তাই বিএসএফের চাকরিতে ঢুকেও সেই স্বপ্ন দেখা বন্ধ হয়নি। স্বপ্নের পাশাপাশি অক্লান্ত পরিশ্রমেই আইএসের মতো দুরূহ পরীক্ষায় বাজিমাত করেছেন তিনি। এক সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন, ২০১৬ সালে ইউপিএসসি পরীক্ষা দিয়ে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট হিসেবে বিএসএফ-এ যোগ দেন। ভারত-বাংলাদেশ সীমান্তে তাঁর পোস্টিং হয়। কাজের ব্যস্ততার ফাঁকেই আইএএস পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেন তিনি। অবশেষে সার্থক হল ২৭ বছরের হরপ্রীত সিং-এর পরিশ্রম। শীঘ্রই মুসৌরির লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল আকাডেমি অব অ্যাডমিনিস্ট্রেশন-এ আইএএস পরীক্ষায় ১৯তম স্থান অর্জনকারী হরপ্রীতের ট্রেনিং শুরু হবে।