লোকসভা ভোটের আগে থেকে যে অশান্তির আবহ সৃষ্টি হয়েছিল কাঁকিনাড়ায় তা এখনও অব্যাহত। মাঝে মাঝেই অবরোধ, বোমাবাজি, মারপিট লেগেই থাকছে আর এর জেরে ব্যাহত হচ্ছে এলাকার বাসিন্দাদের দৈনিক জীবনযাত্রা। অশান্ত কাঁকিনাড়ায়ফের উদ্ধার হল ৬টি তাজা বোমা। ধৃত ৯ দুষ্কৃতী।
বুধবার রাত থেকে কাঁকিনাড়া, ভাটপাড়ার বিভিন্ন অঞ্চলে তল্লাশি চালিয়ে ভাটপাড়া থানার পুলিশ ছয়টি তাজা বোমা উদ্ধার করেছে। বুধবার রাতেও বোমাবাজি হয়েছে কাঁকিনাড়ায়। কাঁকিনাড়ার পাঁচ, ছয় নম্বর রেলওয়ে সাইডিং সহ, কাঁকিনাড়া বাজার সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে মোট নয়জন দুষ্কৃতীকে। পুলিশের দাবি, ওই দুষ্কৃতীরা সবাই গত একমাস ধরে কাঁকিনাড়া–ভাটপাড়ায় চলা গন্ডগোলে জড়িত। তাদের বৃহস্পতিবার সকালে তাদের বারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিসের প্রাথমিক অনুমান কাঁকিনাড়া–ভাটপাড়ায় তলতে থাকা গন্ডগোলে আরও দুষ্কৃতীরা জড়িত আছে। ধৃতদের জেরা করে তাদের খোঁজ পেতে চাইছে পুলিশ। কাঁকিনাড়া এবং সংলগ্ন এলাকাজুড়ে তল্লাশি চালানো হচ্ছে। আতঙ্কিত এলাকাবাসীর অভিযোগ এলাকায় আরও অনেক বোমা মজুত রয়েছে। তাঁদের ভরসা দিয়ে আস্থা ফেরানোর উদ্যোগ নিয়েছে পুলিশ।