আরও ভয়াবহ আকার নিচ্ছে বিহারের বন্যা পরিস্থিতি। শুধু বিহার নয় আসামও ভাসছে। শুধু বুধবারই এই দুই রাজ্য থেকে ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আর বৃহস্পতিবার পর্যন্ত বিহার ও অসমে বন্যার জেরে যথাক্রমে ৬৭ ও ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মিজোরামেও বন্যার জন্য এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।
বিহার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নেপাল হয়ে বিহারে আসা বাগমতী নদীতে বন্যা হওয়ার জেরে রাজ্যের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। সীতামারি, শেহর, মুজাফ্ফরপুর ও খাগারিয়া জেলার অবস্থা খুবই সঙ্গীন।
বুধবার নতুন করে জল বাড়ার ফলে সীতামারিতে ১৭ জন ও শেহর জেলায় ন’জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ১২টি জেলার ৯২টি ব্লকের ৮৩১টি পঞ্চায়েতের প্রায় ৪৭ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্যার জেরে। গত কয়েকদিন নেপালে প্রবল বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে এই পরিস্থিতির মধ্যে বিতর্কে জড়িয়েছেন বিহারের বিজেপি নেতা ও উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি। রাজ্য যখন বানভাসি তখন তিনি বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের সঙ্গে দেখা করে নতুন সিনেমার জন্য শুভেচ্ছা জানান বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রীর পাশাপাশি মেডিক্যাল টিমও পাঠানো হয়েছে। বন্যাজনিত কারণে কোনও রোগ যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্যে কড়া নজরদারি চালানো হচ্ছে।