আবারও প্রতারণার শিকার এলাহাবাদ ব্যাঙ্ক। এবার পরিমাণ প্রায় ৬৮৮ কোটি টাকা। অভিযোগ উঠেছে এসইএল বা সেল ম্যানুফ্যাকচার সংস্থার বিরুদ্ধে। ইতিমধ্যে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনালের বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে মামলাও চলছে। এই প্রসঙ্গে এলাহাবাদ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়, এলাহাবাদ ব্যাঙ্কে সেল ম্যানুফ্যাকচার সংস্থার ৬৮৮.২৭ কোটি টাকা বকেয়া রয়েছে। ইতিমধ্যে এনসিএলটি-তে বিষয়টির শুনানি চলছে। ব্যাঙ্কে থাকা সংস্থার অ্যাকাউন্টটিও ইতিমধ্যে সিজ করা হয়েছে পাশাপাশি আরবিআইকে গোটা বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।
তবে এই প্রথম নয়, এর আগে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)-এর কাছে ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিলের বিরুদ্ধে ১৭৭৫ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ জানিয়েছিল এলাহাবাদ ব্যাঙ্ক। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায়, ফরেনসিক অডিট এবং সংস্থা ও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে সিবিআইয়ের দায়ির করা মামলার পরিপ্রেক্ষিতে দেখা গিয়েছে ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিল লিমিটেড ১৭৭৪.৮২ কোটি টাকা জালিয়াতিতে অভিযুক্ত। সব মিলিয়ে প্রায় ২৫০০ কোটি টাকা প্রতারণার শিকার এলাহাবাদ ব্যাঙ্ক।