মাইকেল উইন্টারবটম পরিচালিত ‘দ্য ওয়েডিং গেস্ট’ ছবির একটি যৌনতা দৃশ্য সম্প্রতি সোশ্যালে ভাইরাল হয়েছে। এই দৃশ্য লিক হয়ে যাওয়ার কারণ, সমাজের বিকারগ্রস্ত মন। এমনই দাবি ছবির অভিনেত্রী রাধিকা আপ্তের। তাঁর প্রশ্ন, “ছবিতে তো দেব পাটেলও রয়েছেন। কোথায় বিতর্কে তো তাঁর নাম কেই বলছেন না। ছবিতে রয়েছেন জিম সর্ভও, কই তাদের কথা কেন উঠছে না?”
ছবিটি তৈরি করা হয়েছে একজন ব্রিটিশ মুসলিম ব্যক্তির পাকিস্তান ও ভারতে সফর নিয়ে। এবারই প্রথম নয়, এর আগেও রাধিকার যৌন দৃশ্য ফাঁস হয়েছে। লীনা যাদবের পার্চট ছবিতে আদিল হুসেনের সঙ্গে রাধিকার যৌন দৃশ্য ফাঁস হয়েছিল।
আপাতত ওই ছবির একটি যৌনতার দৃশ্য অনলাইনে ভাইরাল হয়েছে। রাধিকা প্রশ্ন তুলেছেন সমাজের সামনে, ‘কেন সব সময় বলা হচ্ছে ‘রাধিকার সেক্স সিন’, যেখানে দেবও অভিনয় করছেন?’ রাধিকার দাবি, “ছবিতে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। এই ধরনের দৃশ্য তখনই লিক হয় যখন সমাজের বিকারগ্রস্ত মানসিকতা তৈরি হয়”।