২১ জুলাই কলকাতায় হবে শহীদ দিবসের অনুষ্ঠান। তারই প্রস্তুতি সভা চলছে বিভিন্ন জেলায়। এমনই এক সভা ঘিরে শক্তিগড়ের গাঙপুর স্টেশন সংলগ্ন জোতরামে বৈকন্ঠপুর–১ নম্বর অঞ্চল তৃণমূল কার্যালয় এলাকায় রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা ছিঁড়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো একাধিক দলীয় পতাকা ছিঁড়ে দিয়ে বিজেপির পতাকা টাঙিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
বুধবার এই ঘটনা সামনে আসতেই সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। স্থানীয় তৃণমূল নেতারা শক্তিগড় থানায় পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এলে তৃণমূলের পক্ষ থেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
তৃণমূল নেতা জয়দেব বন্দ্যোপাধ্যায় পুলিশের কাছে বলেন, “একুশে জুলাই শহীদ স্মরণের প্রস্তুতি সভা হিসেবে মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে একটি সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু বৃষ্টির জন্য সেই সভা হয়নি। তাই ঠিক হয় বুধবার বিকেলে সভাটি হবে। সেই কারণে ওই এলাকায় লাগানো ফ্ল্যাগ ও ফেস্টুন খোলা হয়নি। গতকাল রাতের অন্ধকারে আমাদের দলীয় পতাকা ছিঁড়ে ফেলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নিজেদের দলীয় পতাকা লাগিয়ে দিয়েছে। এমনকী, দলীয় কার্যালয়ের সামনে শহীদ বেদির পতাকাও তারা খুলে ফেলে দিয়েছে”।