বিগত ১৫ দিনে চারটি সোনার পদক আনলেন ভারতীয় অ্যাথলিট হিমা দাস। চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত তাবর অ্যাথলেটিক্স মিট থেকে বুধবার ২০০ মিটারে সোনা জিতেছেন হিমা।
২ জুলাই থেকে ধরলে ১৯ বছর বয়সি হিমার এটা চতুর্থ সোনা জয়। যার শুরুটা হয়েছিল ইউরোপ থেকে। ২০০ মিটার রেসে তিনি সময় নেন ২৩.২৫ সেকেন্ড। যদিও, তাঁর ব্যক্তিগত সেরা সময় ২৩.১০ সেকেন্ড। মরশুম সেরা সময় (২৩.৪৩ সেকেন্ড) করে ২০০ মিটারে দ্বিতীয় হয়েছেন আর এক ভারতীয় ভিকে বিস্ময়া।