কুলভূষণ মামলায় আন্তর্জাতিক স্তরে বড় জয় পেল ভারত। ভারতের দুই দাবি ছিল আন্তর্জাতিক আদালতের কাছে। আর সেই দুই দাবি নিয়ে আজ রায় দিল আন্তর্জাতিক আদালত। আর সেখানেই ভারতের জয় হয়েছে। যাদবকে কনস্যুলার অ্যাক্সেস না দিয়ে পাকিস্তান ভিয়েনা চুক্তির শর্ত লঙ্ঘন করেছে বলে যে অভিযোগ নয়াদিল্লি করেছিল, তাতে সিলমোহর দিয়েছে আন্তর্জাতিক আদালত। পাক জেলে বন্দি কুলভূষণ জাধবকে অবিলম্বে কনস্যুলার অ্যাক্সেস দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক আদালতের ১৬ সদস্যের বেঞ্চ।
হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক আদালতে ভারতের আর্জি ছিল দু’টি। প্রথমত পাকিস্তানের আটক ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন কর্মী কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের আদেশ রদ করা হোক। দ্বিতীয়ত জেলে তাঁর সঙ্গে ভারতীয় কনস্যুলেটের কর্মীদের দেখা করতে দেওয়া হোক। আন্তর্জাতিক আদালতের বিচারপতি একবাক্যে ভারতের দ্বিতীয় দাবিটি মেনে নিয়েছেন। অর্থাৎ এখন থেকে ভারতীয় কনস্যুলেটের কর্মীরা বন্দি কুলভূষণের সঙ্গে দেখা করতে পারবেন। তাঁর মৃত্যুদণ্ডের আদেশ রদ না হলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানকে বলা হয়েছে, আপনারা কুলভূষণের মৃত্যুদণ্ডের আদেশ গুরুত্বের সঙ্গে পুনর্বিবেচনা করুন। যতদিন না ফের বিবেচনা করা হচ্ছে, ততদিন কুলভূষণের মৃত্যুদণ্ড যেন কার্যকর না হয়। এদিন কোর্টে ১৫-১ ভোটে জয় হয় ভারতের।