নিজের দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তাঁর দলে যদি কেউ কাটমানি নিয়ে থাকেন তা যেন অবিলম্বে ফেরত দেন। কিন্তু বাস্তবে ঘটছে উল্টো ঘটনা, তৃণমূল নয়, কাটমানি কান্ডে ক্রমাগত মুখ পুড়ছে গেরুয়া শিবিরের। এবার কাটমানি নেওয়ার অভিযোগে বিজেপির জেলা সভাপতির নামে পোস্টার পড়ল, এর ফলে যেমন কাটমানি নেওয়ার অভিযোগে মুখ পুড়ল বিজেপির তেমনি ফের প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব।
প্রসঙ্গত, গত কয়েকমাস ধরে বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ আসছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নামে এই টাকা নেওয়া হচ্ছে। এমনকি কারোর কাছ থেকে মোটা টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ আসছে। এই অবস্থায় জেলা সভাপতির নামে এভাবে প্রকাশ্যে পোস্টার যে চাপ বাড়াবে তা আর বলার অপেক্ষা রাখে না।
পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা, কোলাঘাটে রাস্তার ধারে লিফলেট লাগানো হয়েছে বিজেপির জেলা সভাপতি নবারুণ নায়েকের বিরুদ্ধে। একাধিক সুযোগ সুবিধে পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ। অভিযোগ, দলেরই একাংশ এই পোস্টার দিয়েছে। যা নিয়ে চরম অস্বস্তিতে বিজেপি জেলা নেতৃত্ব।
মেচেদা বাস স্ট্যান্ডের কাছে সংলগ্ন বিভিন্ন এলাকায় এই লিফলেট দেখা যায়। লিফলেটে লেখা, বিজ্ঞপ্তি নবারুণ নায়েক জেলা সভাপতি বিজেপি। বিভিন্ন অঞ্চল থেকে রেশন ডিলার ও গ্যাস ডিলারশিপ( উজ্জ্বলা যোজনা) পাইয়ে দেওয়ার জন্য ও অঞ্চলের মন্ডল সভাপতি পদ পাইয়ে দেওয়ার জন্য যে কাটমানি নিয়েছে তা অবিলম্বে ফেরত দিতে হবে। সৌজন্যে পূর্ব মেদিনীপুর বিজেপি সদস্য। যদি এখনও বিজেপি সভাপতি নবারুণ নায়েকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি এই পোস্টার নিয়ে জেলার কোনও বিজেপি নেতাও কোনও মুখ খোলেননি। তবে এভাবে পোস্টার পড়ায় চরম অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব তাঁদের বডি-ল্যাঙ্গুয়েজই তা বলে দিচ্ছে।