পরিষ্কার সংসদ ভবন চত্বরে স্বচ্ছ অভিযান চালিয়ে ঝাড়ু দেওয়া নিয়ে আগেই ট্রোলড হয়েছিলেন মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী। এ বার তাঁর স্বামী সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে তাঁকে ব্যঙ্গ করলেন। ৮৩ বছরের ধর্মেন্দ্র টুইটারে যথেষ্ট সক্রিয়। টুইট করেই তিনি জানান, সিনেমার পর্দা ছাড়া বাস্তবে কখনও ঝাড়ু ধরেননি হেমা মালিনী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর অনেক ভক্তরাই তাঁকে চেপে ধরেন। জানতে চান, হেমা মালিনী কখনও ঝাড়ু ধরেছেন কি না? জবাবে ধর্মেন্দ্র লেখেন, “ধরেছেন বইকি। তবে সিনেমার পর্দায়। ওঁকে দেখে আমারও আনাড়ি মনে হয়েছিল”। তিনি যে খুব একটা মিথ্যে বলছেন না, তার প্রমাণ পাওয়ায় যায়, যদি বিজেপি সাংসদ হেমা মালিনীর ঝাড়ু দেওয়ার ভিডিওটি দেখা যায়। এক বিন্দু ধুলোও এদিক থেকে ওদিক হয়নি। সুতরাং চোখে সানগ্লাস লাগিয়ে, লোকদেখানো স্বচ্ছ অভিযানে যোগদানের কোনো দরকার ছিল না বলে আওয়াজ তুলেছেন নেটিজেনরা৷ এমনকি, ওমর আবদুল্লা বলেছেন, আগে ঝাড়ু ধরা অভ্যেস করে আসা উচিত ছিল হেমা মালিনীর৷
মিডিয়া প্ল্যাটফর্মে এ ভাবে সত্যটা তুলে ধরায় অনেকেই ধর্মেন্দ্রর প্রশংসা করেছেন। তাঁর ওই টুইটটি লাইক করেছেন বহু মানুষ। সেটি রিটুইটও করেছেন অনেকে। তবে ব্যঙ্গ করলেও, হেমার এই উদ্যোগের প্রশংসাও করেন ধর্মেন্দ্র। পরিচ্ছন্ন ভারত গড়ে তুলতে সকলকে আহ্বান জানান তিনি। পাশাপাশি স্ত্রী ঝাড়ু ধরতে না জানলেও, তিনি যে ভালই ঝাঁট দিতে পারেন বলে দাবি করেন ধর্মেন্দ্র। তিনি জানান, “ছোটবেলায় আমি কিন্তু বাড়ির কাজে মাকে সাহায্য করতাম। ঝাঁট দেওয়ায় তো রীতিমতো পটু ছিলাম। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে ভালবাসি আমি।’’