জল অপচয় রুখতে উদ্যোগ নিয়েছে শহর কলকাতা। সারা রাজ্যে বিদ্যুৎ সাশ্রয়ী পদ্ধতিতে জল সরবরাহ ব্যবস্থাকে আরও উৎসাহিত করতে সম্প্রতি রাজ্য নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী মিউনিসিপাল এনার্জি এফিসিয়েন্সি প্রোগ্রামের উদ্বোধন করলেন।
রাজ্য নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর এবং সিপিএসইউ-এর এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড একযোগে সারা রাজ্যে এই কর্মসূচী চালু করছে। এই পর্যন্ত ৩৯টি পুরসভা এই কর্মসূচীতে যোগ দিয়েছে এবং এর জন্য ১১৬১টি পুরনো পাম্প বদলে বিদ্যুৎ সাশ্রয়ী পাম্প বসানো হয়েছে। আরও পুরসভা ভবিষ্যতে এই কর্মসূচীতে শামিল হবে। এই প্রকল্পের ফলে ৩.৩২২ কোটি বিদ্যুৎ ইউনিট বাঁচবে। পাশাপাশি বার্ষিক ২৭২৪৫ টন কার্বন ডাই অক্সাইড নির্গত হওয়া কমবে। এর পাশাপাশি এই উদ্যোগের ফলে সাত বছরে ১৫৩.৬৫ কোটি টাকা বাঁচানো সম্ভব হবে।
সরকার সূত্রে খবর, রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চয়ে সক্ষম হয়েছে। বিদ্যুতের চাহিদা ও জোগানের মধ্যে তফাৎ মেটানোর ফলে। পুর এলাকায় জল সরবরাহ পরিষেবার ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয় হলে জল সংরক্ষণের ক্ষেত্রে তা খুবই উপযোগী।