দুনিয়ায় ইংরেজদের গর্বের ক্রিকেট নিয়ে যতই লাফালাফি হোক না কেন, টেনিসের অর্থের ধারেকাছেও আসতে পারছে না এই খেলাটি। কারণ, বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পুরস্কারমূল্য একাই রোজগার করেছেন নোভাক জকোভিচ।
গত রবিবার ইংল্যান্ডে হয়েছিল এক ধুন্ধুমার যুদ্ধ। একদিকে ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আরেকদিকে উইম্বলডন সেন্টার কোর্টে মুখোমুখি হয়েছিলেন নোভাক জকোভিচ-রজার ফেডেরার। দুটি খেলাই শেষ মুহূর্ত পর্যন্ত ছিল টানটান উত্তেজনায় পরিপূর্ণ। ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড আর উইম্বডন জেতেন জকোভিচ।
এতো দূর পর্যন্ত গল্পটা সবারই জানা। তবে জানা নেই এই দুটো টুর্নামেন্টের অর্থমূল্য কত। সূত্রের খবর, বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য ১০ মিলিয়ন মার্কিন ডলার বা ৬৯.৬ কোটি টাকা। এই টাকাটাই বিশ্বকাপজয়ী দল, পরাজিত দল এবং সেমিফাইনালে ওঠা দুটি দলের প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে ভাগ করে দেয় আইসিসি।
রবিবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড পেয়েছে চার মিলিয়ন মার্কিন ডলার বা ৪০ কোটি টাকা। রানার্স নিউজিল্যান্ড পেয়েছে দুই মিলিয়ন মার্কিন ডলার বা ২০ কোটি টাকা। এছাড়াও সেমিফাইনালে পরাজিত দুটি দলই ৮ লক্ষ মার্কিন ডলার করে পেয়েছে। জয়ী-বিজয়ী দল এবং সেমিফানালিস্টদের পুরস্কারমূল্য তাদের নিজেদের দলের খেলোয়াড়দের মধ্যে ভাগ করা হয়েছে।
আর অন্যদিকে উইম্বলডনের মোট পুরস্কারমূল্য হল ৪৯ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৪১ কোটি টাকা। যা আইসিসি বিশ্বকাপের পুরস্কারমূল্যের প্রায় পাঁচ গুণ। জকোভিচ এবং সিমোনা হালেপ একাই ঘরে নিয়ে গিয়েছেন ৩.১৪ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৪০ কোটি টাকা। সেই হিসেবে দেখতে গেলে, বিশ্বকাপ জিতে গোটা ইংল্যান্ড টিম যা টাকা পেয়েছে, উইম্বলডন জিতে ততটা একাই পেয়েছেন নোভাক জকোভিচ।