বনগাঁয় আস্থা ভোট নিয়ে চাপান উত্তোর চলছেই কয়েকদিন ধরে। আর এই উত্তপ্ত আবহের মধ্যেই আজ হয়ে গেল এই আস্থা ভোটের কর্ম-যজ্ঞ। সেখানে বনগাঁ নিজেদের দখলেই রাখল শাসকদল। কিন্তু সেখানে পুলিশের ভূমিকা নিয়ে ওঠা প্রশ্নকে নস্যাৎ করলেন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। তিনি জানালেন, তৃণমূল কংগ্রেস আইন মেনে উপস্থিত হয়েছিল৷ তাঁর বক্তব্য, পুলিশ বিজেপি কাউন্সিরদের আটকায়নি৷
মঙ্গলবার জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি মিথ্যে বলছে বলে পাল্টা অভিযোগ করেন৷ তিনি বলেছিলেন পুলিশ কাউকে আটকায়নি৷ তারা নিজেরাই পুরভবনে উঠতে চাননি৷ সময় মতো বিজেপি কাউন্সিলররা পুরসভায় পৌঁছতে না পারায় তাদেরকে ছাড়াই আস্থা ভোট সম্পন্ন হয়৷ ফিরহাদ হাকিমও জানিয়েছিলেন যে পুলিশ কোনো বেআইনি কাজ করেনি। জ্যোতিপ্রিয় মল্লিক ও ফিরহাদ হাকিমের সুরই শঙ্কর আঢ্যর গলায় আরও একবার শোনা গেল৷
প্রসঙ্গত, বনগাঁর আস্থা ভোটে বেলা ৩টেয় নির্ধারিত সময় পুরসভায় পৌঁছতে পারেননি বিজেপির কাউন্সিলররা। তার পর ১৫ মিনিট নিয়ম মেনে অপেক্ষা করা হয়। তার পরও দেখা মেলেনি বিজেপি কাউন্সিলরদের। এর পর নিয়ম মেনে শুরু হয় ভোটপ্রক্রিয়া। তাতে ১০ – ০ ভোটে খারিজ হয় অনাস্থা প্রস্তাব। তৃণমূলের ৯ জন ছাড়াও প্রস্তাবের বিপক্ষে ভোট দেন ১ কংগ্রেস কাউন্সিলর। এমনই দাবি তৃণমূলের।