রাতভোর বোমাবাজিতে আবার উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার কাঁকিনাড়া। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বাড়বাড়ন্তে এলাকায় অশান্তি অব্যাহত। পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় চলছে পুলিশি প্রহরা। বোমার স্প্লিন্টারে আহত হয়েছেন এএসআই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছে পুলিশ। পুলিশের লাঠির ঘায়ে আহত এলাকার কাউন্সিলর।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, অপরাধীরা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। স্বভাবতই এলাকার সাধারণ মানুষজন আতঙ্কে রয়েছেন। পুলিশের উপর তাঁদের ক্ষোভের কারণ, পুলিশ যথাযথ ভূমিকা পালন করছেন না। কেন অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে না? এ কারণেই, প্রশাসনের ওপর থেকে আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ। একথা প্রকাশ্যেই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।