এ যেন এক প্রকৃতির এক ভয়ঙ্কর রুপ। তীব্র গরমে মানুষের কার্যত প্রাণ যায় যায় অবস্থা। শুধু চাতক পাখি নয়, মানুষও বৃষ্টির অপেক্ষা করছে কাতর ভাবে। কিন্তু বর্ষা আসার সময় এলেও বর্ষার দেখা নেই। গত ১০ বছরে এত রুখা আষাঢ় দেখেনি মহানগর। তবে অবশেষে মিলল স্বস্তি। বৃষ্টি নামল কলকাতায়।
শহর কলকাতার আকাশ কালো করে মেঘ। সেই সঙ্গে শুরু হল হালকা বৃষ্টি। মাঝেমধ্যে চলছে বজ্রপাতের তীব্র আওয়াজও। তীব্র অস্বস্তিকর গরম থেকে সাময়িক মুক্তি। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেওবিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্ষার মেঘ থেকেই এই বৃষ্টি। আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা নেই।
আজ সকালের দিকেও অবশ্য ছিল তীব্র গরম। সঙ্গে ছিল ঘাম আর অস্বস্তি। তবে বেলা বাড়তেই মেঘের আনাগোনা শুরু হয়। দুপুর ১টা বাজার আগেই বৃষ্টি শুরু হয়। যদিও তা খুবই কম। তবে মেঘলা আবহাওয়া এবং হালকা বৃষ্টির জেরে অস্বস্তিকর গরম থেকে সাময়িক স্বস্তি মিলেছে।