সোমবার থেকে কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনস-এর ২ দিনের বিজনেস টু বিজনেস সভা শুরু হল। বণিকদের এই সভায় বাংলার অর্থ এবং শিল্পবাণিজ্যমন্ত্রী অমিত মিত্র জানালেন, “ পূর্বাঞ্চলের লজিস্টিক হাব হবে রাজ্যে”।
ভারত, বাংলাদেশ, নেপাল এবং ভুটানের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১০০০ কোটি মার্কিন ডলার। আগামী তিন বছরে তা বাড়িয়ে ১৫০০ কোটি টাকা করতে হবে, ওই সভায় এমনটাই জানালেন অমিত মিত্র। যদিও এই সভায় তিনি সরাসরি নিজে উপস্থিত হতে পারেননি তাই ভিডিও কনফারেন্স করেন। অমিত জানান, “ দেশের সব থেকে ওয়্যারহাউস ব্যবস্থাপনা রয়েছে বাংলায়। দেশের পূর্বাঞ্চলের লজিস্টিক হাব হয়ে ওঠার দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য। ফ্লিপকার্ট কল্যাণীতে কাজ শুরু করার জন্যে বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করছে। তারা লজিস্টিক হাব বানাবে। ১০ হাজার যুবক-যুবতীর কাজের সুযোগ হবে”।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শিল্পোন্নয়ন নিগমের এমডি বন্দনা যাদব, সিডব্লুবিটিএ সভাপতি সুশীল পোদ্দার, কার্যকর সভাপতি পবন জাজোদিয়া প্রমুখ। সুশীল জানিয়েছেন বিমস্টেক দেশগুলির মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হলে বাণিজ্যের পরিমাণ বেড়ে ২৪ হাজার কোটি টাকা হতে পারে, এখন যা আছে ৪০০ কোটি টাকায়। অনুষ্ঠানে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং থাইল্যান্ড থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।