দিল্লীর মসনদে দ্বিতীবারের জন্য পা রেখেছেন মোদী সরকার। কিন্তু দেশের নানা জায়গা থেকে মোদী সরকারের বিরোধিতা উঠছে। নানা ইস্যুতে দ্বিতীয় ইনিংসের প্রথম থেকেই কিছুটা ব্যাকফুটে মোদী সরকার। তাই নিয়ে চলছে সমালোচনা। কিন্তু শুধু দেশের বিরোধীদের মধ্যে তা সীমাবদ্ধ নয়। এখন তা ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও।
ভারতে বসবাসকারী মুসলিমদের ওপর মারাত্মক আক্রমণ হচ্ছে। এখানের পরিস্থিতি খুব খারাপ। এই ভাষাতেই ভারতের বিরুদ্ধে মুখ খুললেন মার্কিন যুক্তরাষ্ট্রের শ্যাডো ক্যাবিনেটের লেবার পার্টির সাংসদ জোনাথন অ্যাশওয়ার্থ। এমনকী তিনি রীতিমতো ভর্ৎসনা করে ব্রিটিশ সরকারকে চিঠি লিখেছেন। একইসঙ্গে বিষয়টি নিয়ে কিছু করার আর্জিও জানিয়েছেন ইংল্যান্ডের বিদেশ সচিব জেরিমি হান্টকে।
আর এই চিঠির কথা প্রকাশ্যে আসতেই ভারত সরকারের মুখ পুড়েছে। তাহলে বিরোধীদের দাবি যে সঠিক তা ফের একবার প্রমাণিত হল। এমনকী সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে ভারত সরকার এই ইস্যুতে কোনও উদ্যোগই নিচ্ছে না।
জোনাথন অ্যাশওয়ার্থ বলেন, ‘আমি এই দেশের মুসলিম সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি ভারতের মুসলিমদের ওপর কী ভয়ানক অত্যাচার হচ্ছে। সেখানে ধর্মের নামে খুন, আক্রমণ, দাঙ্গা, বৈষম্য, ভাঙচুরের ঘটনা ঘটে।’ জুন মাসে ঝাড়খণ্ডে গণপিটুনির ঘটনা ঘটেছিল। কেরলেও এমন ঘটনা আকছার ঘটছে। এই ঘটনাগুলিও তুলে ধরা হয়। তা নিয়ে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে দেশজুড়ে।